মিশু দাশ : গণঅভ্যুত্থানে রাজনীতির ময়দান থেকে বিদায় নিতে হয়েছে আওয়ামী লীগকে। বিদ্যমান এমন রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিএনপি বিপরীতমুখী অবস্থানে রয়েছে। এই মুহূর্তে বিএনপি বিপরীতমুখী অবস্থানের কারণে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বাড়তে পারে জটিলতা। বিএনপি জাতীয় নির্বাচনের আগে সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন চায় না। বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন চায়। দলটি বলছে, নির্বাচিত সরকার এসে সংস্কার করবে। এদিকে বিএনপি নেতারা আশঙ্কা প্রকাশ করে বলছেন, দেশে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে এমন অভিযোগ এনে নেতারা দ্রুত নির্বাচন চাচ্ছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে। বাংলাদেশ স্থিতিশীল হয়ে আসবে। দ্রুত জাতীয় নির্বাচন কেন জরুরি— সেই ব্যাখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনটা হওয়া দরকার, এর প্রধান দুটি কারণ আছে, একটি হলো স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আরেকটি হলো গভর্ন্যান্স (সুশাসন) চালু করা। এখন তো গভর্ন্যান্সে খুব সমস্যা হচ্ছে, এটি কার্যকর করলেই তখন দেখবেন অর্থনীতি ভালো হয়ে আসছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। নির্বাচিত সরকার না হলে এটি নিয়ন্ত্রণ করা কঠিন। এছাড়াও জাতীয় নির্বাচনের আগে জামায়াতের স্থানীয় সরকার নির্বাচন চাওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটাতেও আমরা একেবারেই একমত নই। এটা দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ারপরিকল্পনা ছাড়া আর কিছু নয়।
সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করি খুব দ্রুততম সময় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা স্পষ্ট করে বলেছি, আগে জাতীয় নির্বাচন, তারপর স্থানীয় সরকার নির্বাচন হবে। গত ১৪ ফেব্রুয়ারি নয়াপল্টনে এক অনুষ্ঠানে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। কিছু রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, আরে ভাই, আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে ২০০৮ সালে বিএনপি এবং আমাদের জোট নির্বাচনে গিয়েছিল, ফলে বাংলাদেশের অনেক নামিদামি, অনেক বিখ্যাত-প্রখ্যাত মানুষকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাষ্ঠে। ওই রকম ভুল আর করবেন না দয়া করে। একটি ভুল লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিতে পারে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘রোড টু ইলেকশন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘প্রথম হলো জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটা সরকারের পরিবর্তন হয়। সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডিয়ারি কাজ শুরু করে দিই, তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। এটা হতে পারে না।
শিরোনাম:
সংস্কার ইস্যুতে নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি
-
মিশু দাশ
- আপডেট: ১২:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- 18
সর্বাধিক পঠিত