Dhaka ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সিএনজিচালকদের অবরোধে নগরীতে তীব্র যানজট,

  • মিশু দাশ
  • আপডেট: ১২:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 22

মিশু দাশ : মিটারে সিএনজিচালিত অটোরিকশা না চালানোর দাবিতে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন যানবাহনটির চালকরা। এতে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষেরা। অনেককে পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, ঢাকার রামপুরা, মিরপুর-১, মিরপুর-১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে রাখা হয়েছে। সড়ক অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করলেও জটলা কাটেনি। অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মোহাম্মদপুরে ট্রাফিক পুলিশের মোবাইল ডিউটি পালনকারী মোহাম্মদ সাইদুর রহমান বলেন, সিএনজিচালকেদর একটাই দাবি- তারা মিটারে চালাবেন না। এই কারণে সড়ক অবরোধ করেছে। যাত্রীসহ সড়কে চলমান সিএনজি অটোরিকশা আটকে দিতে দেখা গেছে অবরোধকারীদের। চালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে পেট্রোল বা সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা করতে দেওয়া নির্দেশনা স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশকে এক চিঠি পাঠিয়ে ১০ ফেব্রুয়ারির আদেশটি স্থগিত করার বিষয়টি জানিয়েছে বিআরটিএ।

সর্বাধিক পঠিত

নেত্রকোণায় সংঘর্ষের দুই দিন পর নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

সিএনজিচালকদের অবরোধে নগরীতে তীব্র যানজট,

আপডেট: ১২:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

মিশু দাশ : মিটারে সিএনজিচালিত অটোরিকশা না চালানোর দাবিতে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন যানবাহনটির চালকরা। এতে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষেরা। অনেককে পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, ঢাকার রামপুরা, মিরপুর-১, মিরপুর-১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে রাখা হয়েছে। সড়ক অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করলেও জটলা কাটেনি। অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মোহাম্মদপুরে ট্রাফিক পুলিশের মোবাইল ডিউটি পালনকারী মোহাম্মদ সাইদুর রহমান বলেন, সিএনজিচালকেদর একটাই দাবি- তারা মিটারে চালাবেন না। এই কারণে সড়ক অবরোধ করেছে। যাত্রীসহ সড়কে চলমান সিএনজি অটোরিকশা আটকে দিতে দেখা গেছে অবরোধকারীদের। চালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে পেট্রোল বা সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা করতে দেওয়া নির্দেশনা স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশকে এক চিঠি পাঠিয়ে ১০ ফেব্রুয়ারির আদেশটি স্থগিত করার বিষয়টি জানিয়েছে বিআরটিএ।