মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুই বারের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেককে (৫৭) আটক করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আব্দুল খালেক বারইয়ারহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের সারেং বাড়ির মরহুম হাফিজুর রহমানের ছেলে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, রবিবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে অভিযান চালিয়ে আব্দুল খালেক নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
শিরোনাম: