Dhaka ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে তিনটি কারখানায় বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০১:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • 14

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে তিনটি কারখানায় বিক্ষোভ করছেন শিল্প শ্রমিকরা। হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট ডিউটিসহ একাধিক দাবি জানিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘসময় ধরে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিক মালিক পক্ষের সাথে মধ্যস্থতা করছে বলে জানা গেছে। ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, তেলিরচালা এলাকার পূর্বানী, লগোজ ও এটিএফ অ্যাপারেলস কারখানায় শ্রমিকরা এ বিক্ষোভে অংশ নেয়। আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট ডিউটির বিলসহ বিভিন্ন ভাতা কারণ ছাড়াই আটকে রাখছে। বিষয়টি নিয়ে একাধিকবার মালিকপক্ষকে জানানো হয়েছে। কিন্তু তারা কোন তোয়াক্কা করছে না। আন্দোলনরত শ্রমিক আশরাফ মিয়া জানান, আমাদের টিফিনের বিল, হাজিরা বোনাসের টাকা আটকে রেখে মালিকপক্ষ বড়লোক হতে চায়। আমরা যে ঘাম ঝড়িয়ে তাদের কারখানায় কাজ করি তার প্রতি তাদের কোন সহানুভূতি নেই। এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, গাজীপুরের মৌচাক এলাকায় তিন কারখানায় শ্রমিকরা আন্দোলন করছে। তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Tag :
সর্বাধিক পঠিত

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে দিনদুপুরে গুলি করে হত্যা

গাজীপুরে তিনটি কারখানায় বিক্ষোভ

Update Time : ০১:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে তিনটি কারখানায় বিক্ষোভ করছেন শিল্প শ্রমিকরা। হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট ডিউটিসহ একাধিক দাবি জানিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘসময় ধরে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিক মালিক পক্ষের সাথে মধ্যস্থতা করছে বলে জানা গেছে। ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, তেলিরচালা এলাকার পূর্বানী, লগোজ ও এটিএফ অ্যাপারেলস কারখানায় শ্রমিকরা এ বিক্ষোভে অংশ নেয়। আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট ডিউটির বিলসহ বিভিন্ন ভাতা কারণ ছাড়াই আটকে রাখছে। বিষয়টি নিয়ে একাধিকবার মালিকপক্ষকে জানানো হয়েছে। কিন্তু তারা কোন তোয়াক্কা করছে না। আন্দোলনরত শ্রমিক আশরাফ মিয়া জানান, আমাদের টিফিনের বিল, হাজিরা বোনাসের টাকা আটকে রেখে মালিকপক্ষ বড়লোক হতে চায়। আমরা যে ঘাম ঝড়িয়ে তাদের কারখানায় কাজ করি তার প্রতি তাদের কোন সহানুভূতি নেই। এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, গাজীপুরের মৌচাক এলাকায় তিন কারখানায় শ্রমিকরা আন্দোলন করছে। তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।