Dhaka ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কনসার্ট দেখতে বাধা দেওয়ায় চট্টগ্রাম মেডিক্যালে বিক্ষোভ-ভাঙচুর

  • Reporter Name
  • Update Time : ১০:৪৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • 36

চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহ আলম বীর উত্তম মিলনায়তনে গত ২০ সেপ্টেম্বর শুক্রবার থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। গতকাল শনিবার দ্বিতীয় দিনেও ছিল কনসার্টের আয়োজন। এই কনসার্টে কেবল চমেকের সাবেক শিক্ষার্থীদের প্রবেশাধিকার ছিল। এ জন্য বিশেষ প্রবেশ কার্ডও ব্যবহার করা হয়। কিন্তু ৭টার দিকে একদল যুবক এসে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত কনসার্ট দেখতে ভিড় করেন একদল যুবক গান শোনার জন্য তারা নিজেদের সমন্বয়ক এবং সাধারণ ছাত্র পরিচয় দেন। কিন্তু চমেকের নিজস্ব কনসার্টে বাইরের কেউ ঢুকতে পারবেন না বলে জানিয়ে দিলে তারা বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেন। পরে পুলিশ ও চমেক শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালায় ৫০-৬০ জনের এই দল। গতকাল ২১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টার দিকে চমেক শাহ আলম বীর উত্তম মিলনায়তনের ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সমন্বয়ক ও সাধারণ ছাত্র পরিচয়দানকারীরা চমেকের ফটকে ভাঙচুর চালান এবং পুলিশ ও শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

Tag :

রাষ্ট্রপতির বাসভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা

কনসার্ট দেখতে বাধা দেওয়ায় চট্টগ্রাম মেডিক্যালে বিক্ষোভ-ভাঙচুর

Update Time : ১০:৪৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহ আলম বীর উত্তম মিলনায়তনে গত ২০ সেপ্টেম্বর শুক্রবার থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। গতকাল শনিবার দ্বিতীয় দিনেও ছিল কনসার্টের আয়োজন। এই কনসার্টে কেবল চমেকের সাবেক শিক্ষার্থীদের প্রবেশাধিকার ছিল। এ জন্য বিশেষ প্রবেশ কার্ডও ব্যবহার করা হয়। কিন্তু ৭টার দিকে একদল যুবক এসে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত কনসার্ট দেখতে ভিড় করেন একদল যুবক গান শোনার জন্য তারা নিজেদের সমন্বয়ক এবং সাধারণ ছাত্র পরিচয় দেন। কিন্তু চমেকের নিজস্ব কনসার্টে বাইরের কেউ ঢুকতে পারবেন না বলে জানিয়ে দিলে তারা বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেন। পরে পুলিশ ও চমেক শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালায় ৫০-৬০ জনের এই দল। গতকাল ২১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টার দিকে চমেক শাহ আলম বীর উত্তম মিলনায়তনের ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সমন্বয়ক ও সাধারণ ছাত্র পরিচয়দানকারীরা চমেকের ফটকে ভাঙচুর চালান এবং পুলিশ ও শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।