তপন তালুকদার: রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে।ভখবর শুনে ঘটনাস্থলে ছুটে যান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা গেছে, ওই সময় নিহত কনস্টেবল মনিরুল ও কাউসার আহমেদ ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিউটিরত ছিলেন। হঠাৎ করে তারা দু’জন নিজেদের মধ্যে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কনস্টেবল কাউসার নিজের সঙ্গে থাকা রাইফেল দিয়ে গুলি করেন মনিরুলকে। ঘটনাস্থলেই পড়ে থাকে মনিরুলের লাশ। এসময় জাপান অ্যাম্বাসির ড্রাইভার সাজ্জাদ হোসেন শাহরুখ গুলিবিদ্ধ হন।তিনি ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছেন। পুলিশ জানিয়েছে, আক্রমণকারী কনস্টেবলকে নিরস্ত্র করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।
শিরোনাম:
রাজধানীর বারিধারায় পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত
- তপন তালুকদার
- Update Time : ০২:০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- 57
Tag :
সর্বাধিক পঠিত