Dhaka ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ফটিকছড়ি রাস্তায় রাস্তায় চলছে বাকেরের পক্ষ থেকে পানি ও শরবত বিতরণ

  • মিশু দাশ
  • Update Time : ০৪:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • 10

মিশু দাশ: এপ্রিল মাস এমনিতেই বাংলাদেশের জন্য উষ্ণতম মাস। চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে গরমের তীব্রতায় হাঁসফাঁস করতে হয়। তারমধ্যে চলছে অতি তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের গরমের মধ্যে ফটিকছড়িবাসীদের বাইরে বের হতে হয়। কাজকর্ম করতে হয়। রাস্তায় তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্ত মানুষকে পানি ও শরবত সরবরাহ করছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকেরের।

তৃষ্ণার্ত্ব মানুষের মাঝে শরবত বিতরণ কর্মসূচী দরবার থেকে শুরু হয়ে নাজিরহাট, ফটিকছড়ি ,পাইংদং, ভুজপুর, দাতমারা, নারায়নহাট, বাগানবাজার পর্যন্ত চলছে। সৈয়দ মোহাম্মদ বাকেরের নিজ উদ্যোগে এমন কার্যক্রম চোখে পড়েছে বৃহত্তর ফটিকছড়ি এলাকায়।

জানাগেছে, চলতি মৌসুমের গত ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয় এবং ধীরে ধীরে মাত্রা বাড়তে থাকে। ফলে মানুষের স্বাভাবিক জীবনে বিঘ্ন ঘটছে। সড়কে হিট স্ট্রোকের ঘটনার কথা খবরে আসছে। আর এসবকে কেন্দ্র করেই চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকেরের উদ্যোগে লেবুর শরবত ও পানির বোতল নিয়ে পথে নেমেছেন তার সমর্থকরা।

নাজিরহাট, ফটিকছড়ি ,পাইংদং, ভুজপুর, দাতমারা, নারায়নহাট, বাগানবাজারে ট্রাক ও ভ্যানে করে পানির বোতল ও শরবত সাধারণ পথচারীদের হাতে তুলে দিচ্ছেন তারা। কেউ কেউ পানির বোতল সাথে করে নিয়ে চলে যাচ্ছেন।

Tag :
সর্বাধিক পঠিত

https://dainiksurjodoy.com/wp-content/uploads/2023/12/Green-White-Modern-Pastel-Travel-Agency-Discount-Video5-2.gif

দুর্ঘটনাস্থল থেকে ইরানের প্রেসিডেন্ট রাইসির লাশ উদ্ধার

ফটিকছড়ি রাস্তায় রাস্তায় চলছে বাকেরের পক্ষ থেকে পানি ও শরবত বিতরণ

Update Time : ০৪:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

মিশু দাশ: এপ্রিল মাস এমনিতেই বাংলাদেশের জন্য উষ্ণতম মাস। চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে গরমের তীব্রতায় হাঁসফাঁস করতে হয়। তারমধ্যে চলছে অতি তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের গরমের মধ্যে ফটিকছড়িবাসীদের বাইরে বের হতে হয়। কাজকর্ম করতে হয়। রাস্তায় তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্ত মানুষকে পানি ও শরবত সরবরাহ করছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকেরের।

তৃষ্ণার্ত্ব মানুষের মাঝে শরবত বিতরণ কর্মসূচী দরবার থেকে শুরু হয়ে নাজিরহাট, ফটিকছড়ি ,পাইংদং, ভুজপুর, দাতমারা, নারায়নহাট, বাগানবাজার পর্যন্ত চলছে। সৈয়দ মোহাম্মদ বাকেরের নিজ উদ্যোগে এমন কার্যক্রম চোখে পড়েছে বৃহত্তর ফটিকছড়ি এলাকায়।

জানাগেছে, চলতি মৌসুমের গত ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয় এবং ধীরে ধীরে মাত্রা বাড়তে থাকে। ফলে মানুষের স্বাভাবিক জীবনে বিঘ্ন ঘটছে। সড়কে হিট স্ট্রোকের ঘটনার কথা খবরে আসছে। আর এসবকে কেন্দ্র করেই চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকেরের উদ্যোগে লেবুর শরবত ও পানির বোতল নিয়ে পথে নেমেছেন তার সমর্থকরা।

নাজিরহাট, ফটিকছড়ি ,পাইংদং, ভুজপুর, দাতমারা, নারায়নহাট, বাগানবাজারে ট্রাক ও ভ্যানে করে পানির বোতল ও শরবত সাধারণ পথচারীদের হাতে তুলে দিচ্ছেন তারা। কেউ কেউ পানির বোতল সাথে করে নিয়ে চলে যাচ্ছেন।