মোঃ বিলাল উদ্দিন, কুয়েত ব্যুরো প্রধান: কুয়েতে বাংলাদেশের জাতীয় ফুটবল দল আগমনে। কুয়েত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে চলছে আনন্দ উল্লাস। গতকাল ১৭ মার্চ রবিবার। বিশ্বকাপে বাছাই পর্বের ম্যাচ খেলতে কুয়েতে পৌছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রবিবার বিকাল সাড়ে ৩ টায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফুটবল টিমকে ফুল দিয়ে বরণ করেন।
বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মনিরুজ্জামানসহ প্রবাসী বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও কুয়েত বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের শীর্ষ নেতৃবৃন্দ। আগামী ২১ শে মার্চ শেখ জাবের আল আমহেদ আন্তর্জাতিক স্টোডিয়ামে বাংলাদেশ বনাম ফিলিস্তিনের সাথে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। সৌদি আরব থেকে বিকালে কুয়েত পৌঁছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।