Dhaka ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নজরুল চৌধুরীকে প্রতিমন্ত্রী পেয়ে দক্ষিণ চট্টগ্রামে আনন্দের বন্যা

  • মিশু দাশ
  • আপডেট: ১২:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • 174

মিশু দাশ: নতুন বর্ধিত মন্ত্রী সভায় আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপিকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী করায় দক্ষিণ চট্টগ্রাম জুড়ে আনন্দের বন্যা বইছে। গত ১ মার্চ শুক্রবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করার পর থেকে তার নির্বাচনী এলাকাসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের পক্ষ থেকে মানুষের মাঝে মিষ্টি বিতরণ শুরু হয়।

বর্তমান মন্ত্রিসভায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীসহ মোট সাতজন প্রতিমন্ত্রী আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন। বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মন্ত্রিসভায় স্থান পাওয়া অনেকটা দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য নজরকাড়া প্রাপ্তি। নির্বাচনী এলাকার লোকজনও ভালো জানেন তাঁকে। নজরুল ইসলামকে ঘিরে খুব একটা বিরোধিতা নেই তার নির্বাচনী এলাকায়।

বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি চট্টগ্রাম ১৪ চন্দনাইশ (সাতকানিয়া আংশিক) আসন থেকে টানা তিনবার এমপি হয়ে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে। এর আগে তিনি ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এর পূর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্যের দায়িত্ব পালন করেছিলেন নজরুল।

সর্বাধিক পঠিত

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব

নজরুল চৌধুরীকে প্রতিমন্ত্রী পেয়ে দক্ষিণ চট্টগ্রামে আনন্দের বন্যা

আপডেট: ১২:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪

মিশু দাশ: নতুন বর্ধিত মন্ত্রী সভায় আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপিকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী করায় দক্ষিণ চট্টগ্রাম জুড়ে আনন্দের বন্যা বইছে। গত ১ মার্চ শুক্রবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করার পর থেকে তার নির্বাচনী এলাকাসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের পক্ষ থেকে মানুষের মাঝে মিষ্টি বিতরণ শুরু হয়।

বর্তমান মন্ত্রিসভায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীসহ মোট সাতজন প্রতিমন্ত্রী আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন। বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মন্ত্রিসভায় স্থান পাওয়া অনেকটা দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য নজরকাড়া প্রাপ্তি। নির্বাচনী এলাকার লোকজনও ভালো জানেন তাঁকে। নজরুল ইসলামকে ঘিরে খুব একটা বিরোধিতা নেই তার নির্বাচনী এলাকায়।

বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি চট্টগ্রাম ১৪ চন্দনাইশ (সাতকানিয়া আংশিক) আসন থেকে টানা তিনবার এমপি হয়ে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে। এর আগে তিনি ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এর পূর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্যের দায়িত্ব পালন করেছিলেন নজরুল।