০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের বাঁশখালীতে সহকর্মীর হাতে সাতকানিয়ার যুবক খুন

  • আপডেট: ১০:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • 116

চট্টগ্রাম প্রতিবেদক: কথা কাটাকাটির জের ধরে একপর্যায়ে চট্টগ্রামের বাঁশখালীতে সহকর্মীর হাতে খুন হয়েছে শাহ আলম (৩৫) নামের এক বেকারি শ্রমিক। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে জলদী পৌরসভার সামনে মায়ের দোয়া বেকারিতে এ ঘটনা ঘটে।

শাহ আলম সাতকানিয়া পৌরসভার দক্ষিণ রুপকানিয়া ৯ নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেল।পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শাহ আলম ও অভিযুক্ত মাহাবুব আলম কাজ করতেন একই বেকারিতে।

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কথা কাটাকাটি হয় দুই জনের মধ্যে। এর জেরে শুক্রবার ভোরে বেকারির অন্য কর্মচারীরা নামাজ পড়তে গেলে মাহবুব জ্বালানি কাঠ দিয়ে মেরে শাহ আলমকে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে নামাজ শেষে অন্য সহকর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ বলেন, বেকারির দুই কর্মচারীর মধ্যে মরামারি হয়। এর জেরে ভোরে শাহ আলম নামে একজনকে জ্বালানি কাঠ দিয়ে মেরে পালিয়ে যায় অন্যজন। সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি এজাহার দেওয়া হয়েছে। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে।

সর্বাধিক পঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে সহকর্মীর হাতে সাতকানিয়ার যুবক খুন

আপডেট: ১০:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪

চট্টগ্রাম প্রতিবেদক: কথা কাটাকাটির জের ধরে একপর্যায়ে চট্টগ্রামের বাঁশখালীতে সহকর্মীর হাতে খুন হয়েছে শাহ আলম (৩৫) নামের এক বেকারি শ্রমিক। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে জলদী পৌরসভার সামনে মায়ের দোয়া বেকারিতে এ ঘটনা ঘটে।

শাহ আলম সাতকানিয়া পৌরসভার দক্ষিণ রুপকানিয়া ৯ নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেল।পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শাহ আলম ও অভিযুক্ত মাহাবুব আলম কাজ করতেন একই বেকারিতে।

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কথা কাটাকাটি হয় দুই জনের মধ্যে। এর জেরে শুক্রবার ভোরে বেকারির অন্য কর্মচারীরা নামাজ পড়তে গেলে মাহবুব জ্বালানি কাঠ দিয়ে মেরে শাহ আলমকে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে নামাজ শেষে অন্য সহকর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ বলেন, বেকারির দুই কর্মচারীর মধ্যে মরামারি হয়। এর জেরে ভোরে শাহ আলম নামে একজনকে জ্বালানি কাঠ দিয়ে মেরে পালিয়ে যায় অন্যজন। সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি এজাহার দেওয়া হয়েছে। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে।