লোহাগড়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতী রেঞ্জের সাতগর বিট কর্মকর্তা রফিকুল ইসলামের দুর্নীতির তদন্ত করছে এসিএফ।
জানা গেছে, চুনতী রেঞ্জের আওতাধীন সাতগর বিট এলাকায় দিয়ে প্রতিিিদন বনসম্পদ পাচার হয়ে আসছে। এছাড়াও বান্দরবান জেলার লামা উপজেলার আজিজ নগরের সংরক্ষিত বনাঞ্চল থেকেও এভাবে অবাধে কাঠ পাচারের মহৎসব চলছে। অথচ বিট কর্মকর্তা রফিকুল ইসলাম নিরব ভূমিকা পালন করেছেন।
এই বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তদন্তে নামে পদুয়ার এসিএফ।