Dhaka ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আরব আমিরাতে শুরু হলো হালদা ফুটবল টুর্নামেন্ট ২০২৪

মোহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রামের হাটহাজারী সমিতির উদ্যোগে হালদা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। চট্টগ্রামের হালদা নদীর নামকরণে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে হালদা ফুটবল টুর্নামেন্ট জমজমাট আয়োজনের মধ্যদিয়ে আজমানের হুমায়ুদ বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট ২০২৪ শুরু হয়।

গতকাল ৩১ জানুয়ারি বুধবার স্থানীয় সময় রাত ৯টায় আমিরাত এবং বাংলাদেশের জাতীয় সংঙ্গীতের পর বেলুন ও কবুতর আকাশে অবমুক্ত করার মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উপদেষ্টা ইসমাইল গণী চৌধুরী।

এসময় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ আলী, দুবাইয়ে নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, কমার্সিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, প্রথম সচিব বদরুল আহমেদ বিদ্যুৎ, কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর, আইয়ুব আলী বাবুল এবং প্রধান পৃষ্টপোষক মামুন তালুকদারসহ আরও অনেকেই। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ মোবারকের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ এয়াকুব।

এই টুর্নামেন্ট নিয়ে হাটহাজারী প্রবাসীদের পাশাপাশি সকল প্রবাসীদের মাঝেও সৃষ্টি হয়েছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সন্ধ্যার পরপরই স্টেডিয়ামে বিপুল দর্শকের ভীড় ছিল লক্ষনীয়। খেলা শুরুর আগেই নির্ধারিত গ্যালারি পরিপূর্ণ হয়ে যায়। টুর্নামেন্টে হাটহাজারী উপজেলার প্রবাসীদের ১২টি টিম চ্যাম্পিয়ন ট্রফির জন্যে লড়াই করবে। উদ্বোধনী খেলায় মির্জাপুর ফুটবল টিম বনাম হাটহাজারী পৌরসভা ফুটবল টিম ও ধলই ফুটবল টিম বনাম নাঙ্গলমোড়া ফুটবল টিম চারটি দল অংশ নেয়। আয়োজকরা বলছেন, প্রতিটি টিমের ভালো খেলোয়াড়দের প্রতি লক্ষ্য রাখা হবে। কারণ এখান থেকে ভালো খেলোয়াড়দের বাচাই করে একটি টিম গঠন করা হবে। যে টিম দিয়ে ভবিষ্যৎ -এ যে কোনো দেশি-বিদেশি টুর্নামেন্টে যেন অংশ হয়ে বাংলাদেশকে উপস্থাপন করতে পারে। এসময় সমিতির নেতৃবৃন্দরা হাটহাজারী সমিতির প্রতিষ্ঠা যাদের হাত দিয়ে শুরু হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
সর্বাধিক পঠিত

https://dainiksurjodoy.com/wp-content/uploads/2023/12/Green-White-Modern-Pastel-Travel-Agency-Discount-Video5-2.gif

দুর্ঘটনাস্থল থেকে ইরানের প্রেসিডেন্ট রাইসির লাশ উদ্ধার

আরব আমিরাতে শুরু হলো হালদা ফুটবল টুর্নামেন্ট ২০২৪

Update Time : ১১:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

মোহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রামের হাটহাজারী সমিতির উদ্যোগে হালদা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। চট্টগ্রামের হালদা নদীর নামকরণে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে হালদা ফুটবল টুর্নামেন্ট জমজমাট আয়োজনের মধ্যদিয়ে আজমানের হুমায়ুদ বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট ২০২৪ শুরু হয়।

গতকাল ৩১ জানুয়ারি বুধবার স্থানীয় সময় রাত ৯টায় আমিরাত এবং বাংলাদেশের জাতীয় সংঙ্গীতের পর বেলুন ও কবুতর আকাশে অবমুক্ত করার মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উপদেষ্টা ইসমাইল গণী চৌধুরী।

এসময় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ আলী, দুবাইয়ে নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, কমার্সিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, প্রথম সচিব বদরুল আহমেদ বিদ্যুৎ, কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর, আইয়ুব আলী বাবুল এবং প্রধান পৃষ্টপোষক মামুন তালুকদারসহ আরও অনেকেই। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ মোবারকের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ এয়াকুব।

এই টুর্নামেন্ট নিয়ে হাটহাজারী প্রবাসীদের পাশাপাশি সকল প্রবাসীদের মাঝেও সৃষ্টি হয়েছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সন্ধ্যার পরপরই স্টেডিয়ামে বিপুল দর্শকের ভীড় ছিল লক্ষনীয়। খেলা শুরুর আগেই নির্ধারিত গ্যালারি পরিপূর্ণ হয়ে যায়। টুর্নামেন্টে হাটহাজারী উপজেলার প্রবাসীদের ১২টি টিম চ্যাম্পিয়ন ট্রফির জন্যে লড়াই করবে। উদ্বোধনী খেলায় মির্জাপুর ফুটবল টিম বনাম হাটহাজারী পৌরসভা ফুটবল টিম ও ধলই ফুটবল টিম বনাম নাঙ্গলমোড়া ফুটবল টিম চারটি দল অংশ নেয়। আয়োজকরা বলছেন, প্রতিটি টিমের ভালো খেলোয়াড়দের প্রতি লক্ষ্য রাখা হবে। কারণ এখান থেকে ভালো খেলোয়াড়দের বাচাই করে একটি টিম গঠন করা হবে। যে টিম দিয়ে ভবিষ্যৎ -এ যে কোনো দেশি-বিদেশি টুর্নামেন্টে যেন অংশ হয়ে বাংলাদেশকে উপস্থাপন করতে পারে। এসময় সমিতির নেতৃবৃন্দরা হাটহাজারী সমিতির প্রতিষ্ঠা যাদের হাত দিয়ে শুরু হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।