Dhaka ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যশোর মণিরামপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • 40

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক উদয় শংকর বিশ্বাস (৪২) নিহত হয়েছেন। ১৬ অক্টোবর সোমবার সকালে উপজেলার পাঁচাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। উদয় শংকর বিশ্বাস উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।

নিহত উদয় শংকরের কাকা সুজন বিশ্বাস জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় টেকেরঘাট বাজারে সবজিসহ কাচা বাজার কিনতে যায় উদয়। ফেরার পথে বাড়ির মোড়ে পৌঁছলে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, উদয়কে গুলি করা হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে উদয় মারা গেছে। তিনি আরও জানান, দুর্বৃত্তরা উদয়কে পেছন দিক থেকে গুলি করেছে। গুলি পাঁজরের নিচে বিদ্ধ হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

রাষ্ট্রপতির বাসভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা

যশোর মণিরামপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

Update Time : ১২:৪৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক উদয় শংকর বিশ্বাস (৪২) নিহত হয়েছেন। ১৬ অক্টোবর সোমবার সকালে উপজেলার পাঁচাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। উদয় শংকর বিশ্বাস উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।

নিহত উদয় শংকরের কাকা সুজন বিশ্বাস জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় টেকেরঘাট বাজারে সবজিসহ কাচা বাজার কিনতে যায় উদয়। ফেরার পথে বাড়ির মোড়ে পৌঁছলে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, উদয়কে গুলি করা হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে উদয় মারা গেছে। তিনি আরও জানান, দুর্বৃত্তরা উদয়কে পেছন দিক থেকে গুলি করেছে। গুলি পাঁজরের নিচে বিদ্ধ হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।