Dhaka ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফার মৃত্যুবার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ০৪:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • 41

এম এ হামিদ, চন্দনাইশ প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশের কৃতিসন্তান ও উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও বুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২৮ জুলাই শুক্রবার সকালে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক স্মারক আলোচনা সভা, খতমে কুরআন ও দোয়া মাহফিল, বৃক্ষরোপণ-বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশ আহমদ ছফা পরিষদের সভাপতি, লেখক ও ছড়াকার শাহজাহান আজাদের সভাপতিত্বে ও চন্দনাইশ আহমদ ছফা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জিমরান মোহাম্মদ সায়েক। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ ফটো সাংবাদিক দেব প্রসাদ দেবু, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)’র সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন, সমাজসেবক ও সংগঠক মো: মোসলেম মিয়া, সাংবাদিক ছৈয়দ শিবলী ছাদেক কফিল।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক রনজিত কুমার দে, বিজন চক্রবর্তী, মৃদুল কান্তি পাল, এডভোকেট সোহেল, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল কাফি, সিরাজুল হক সাকিব, কাজী রুমি, আশরাফ উদ্দিন রিয়াছ, সাজ্জাদ হোসেন প্রমুখসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেন, আহমদ ছফা শুধু চন্দনাইশ কিংবা চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশের গৌরব। তিনি প্রচার বিমুখ সাহিত্যিক। সত্যকে সত্য বলতেন, মিথ্যাকে মিথ্যা বলতেন। তাঁর মত সাহসী লেখক আর হয়নি।আহমদ ছফা তাঁর মূল্যবান লেখনীর কারণে বাংলা সাহিত্যে অমর হয়ে থাকবেন। তাঁর লেখনী ছিল সকল অন্যায়ের বিরুদ্ধে ও শোষিত মানুষের পক্ষে। তিনি কখনো আপোস করেননি। আহমদ ছফাকে জানতে হলে নতুন প্রজন্মের সবাইকে তার বই পড়তে হবে। তিনি আরও বলেন, সাহিত্যিক আহমদ ছফার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। ভবিষ্যতে তাঁর স্মৃতিকে ধরে রাখতে যে কোন উদ্যোগে তিনি সহযোগিতা করবেন। এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় খতমে কোরান ও দোয়া মাহফিল এবং গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ – বিতরণ কর্মসূচি ও স্মারক আলোচনা সভা।

Tag :

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে দিনদুপুরে গুলি করে হত্যা

চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফার মৃত্যুবার্ষিকী পালিত

Update Time : ০৪:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

এম এ হামিদ, চন্দনাইশ প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশের কৃতিসন্তান ও উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও বুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২৮ জুলাই শুক্রবার সকালে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক স্মারক আলোচনা সভা, খতমে কুরআন ও দোয়া মাহফিল, বৃক্ষরোপণ-বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশ আহমদ ছফা পরিষদের সভাপতি, লেখক ও ছড়াকার শাহজাহান আজাদের সভাপতিত্বে ও চন্দনাইশ আহমদ ছফা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জিমরান মোহাম্মদ সায়েক। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ ফটো সাংবাদিক দেব প্রসাদ দেবু, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)’র সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন, সমাজসেবক ও সংগঠক মো: মোসলেম মিয়া, সাংবাদিক ছৈয়দ শিবলী ছাদেক কফিল।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক রনজিত কুমার দে, বিজন চক্রবর্তী, মৃদুল কান্তি পাল, এডভোকেট সোহেল, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল কাফি, সিরাজুল হক সাকিব, কাজী রুমি, আশরাফ উদ্দিন রিয়াছ, সাজ্জাদ হোসেন প্রমুখসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেন, আহমদ ছফা শুধু চন্দনাইশ কিংবা চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশের গৌরব। তিনি প্রচার বিমুখ সাহিত্যিক। সত্যকে সত্য বলতেন, মিথ্যাকে মিথ্যা বলতেন। তাঁর মত সাহসী লেখক আর হয়নি।আহমদ ছফা তাঁর মূল্যবান লেখনীর কারণে বাংলা সাহিত্যে অমর হয়ে থাকবেন। তাঁর লেখনী ছিল সকল অন্যায়ের বিরুদ্ধে ও শোষিত মানুষের পক্ষে। তিনি কখনো আপোস করেননি। আহমদ ছফাকে জানতে হলে নতুন প্রজন্মের সবাইকে তার বই পড়তে হবে। তিনি আরও বলেন, সাহিত্যিক আহমদ ছফার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। ভবিষ্যতে তাঁর স্মৃতিকে ধরে রাখতে যে কোন উদ্যোগে তিনি সহযোগিতা করবেন। এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় খতমে কোরান ও দোয়া মাহফিল এবং গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ – বিতরণ কর্মসূচি ও স্মারক আলোচনা সভা।