Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের তারুণ্যের প্রতীক আবদুল্লাহ আল মামুন চৌধুরী

  • Reporter Name
  • Update Time : ০৩:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
  • 40

চট্টগ্রাম ব্যুরো : মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। নগরের কিং অফ চিটাগাং কমিউনিটি সেন্টারে আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে এ সম্মেলন। গতকাল ২৭ জুন মঙ্গলবার সকালে নগরের থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় এ সম্মেলনে প্রস্তুতি কমিটির চেয়ারম্যান করা হয়েছে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীকে ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন হলেন সদস্য সচিব।

তরুণদের সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটিতে এবার অধিক সংখ্যক নতুন মুখ স্থান দিতে চায় আওয়ামী লীগ। সে লক্ষ্যে কাজ শুরু করেছে দলটির হাইকমান্ড। আওয়ামী লীগের তারুণ্য নির্ভর নতুন কমিটিতে স্থান পেতে এগিয়ে আছেন চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরী। জানা গেছে, চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরীর দায়িত্ব পালনে সন্তুষ্ঠ হয়ে তাকে কেন্দ্রীয় যুবলীগের সমবায় সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

আবদুল্লাহ আল মামুন চৌধুরী চট্টগ্রামের আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সিটি মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী ভাগিনা। এ বি এম মহিউদ্দিন চৌধুরী ভাগিনা আব্দুল্লাহ আল মামুনকে খুব পছন্দ করতেন। তিনি আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে মায়া মমতা দিয়ে বড় করে রাজনীতি শিখিয়েছেন।

এবার চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন চৌধুরীর নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর খুব কাছে থেকে রাজনীতি শিখে অল্প সময়ে নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সমবায় সম্পাদকের দায়িত্ব পালন করে চট্টগ্রাম আওয়ামী লীগের প্রবীন নেতাদের প্রেরণায় এখন তারুণ্যের প্রতীক হয়ে উঠেছেন আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

সুত্র জানায় তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেতে ওয়ার্ড পর্যায়ে কর্মী বাহিনী সৃষ্ঠি করেছেন। তিনি ৯৬ এর অসহযোগ আন্দোলন ও ১/১১ এর সময় দলের দুর্দিনে সাহসী ভূমিকা রেখেছেন। জানা গেছে, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদটি নিয়েই চলছে নানামুখী আলোচনা। দলের ভেতরে ও বাইরেও বিষয়টি নিয়ে সরব নেতাকর্মীরা।

আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই নেতা নির্বাচন হবে বলে আশা করছি। আগামী ৩১ জুলাই মহানগর কাউন্সিল হবে। আওয়ামী লীগ সব সময়ই তরুণদের অগ্রাধিকার দিয়ে থাকে। দলের বিগত ২০টি কমিটি বিশ্লেষণ করলে সেটিরই প্রমাণ মিলবে।

Tag :

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের তারুণ্যের প্রতীক আবদুল্লাহ আল মামুন চৌধুরী

Update Time : ০৩:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩

চট্টগ্রাম ব্যুরো : মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। নগরের কিং অফ চিটাগাং কমিউনিটি সেন্টারে আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে এ সম্মেলন। গতকাল ২৭ জুন মঙ্গলবার সকালে নগরের থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় এ সম্মেলনে প্রস্তুতি কমিটির চেয়ারম্যান করা হয়েছে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীকে ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন হলেন সদস্য সচিব।

তরুণদের সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটিতে এবার অধিক সংখ্যক নতুন মুখ স্থান দিতে চায় আওয়ামী লীগ। সে লক্ষ্যে কাজ শুরু করেছে দলটির হাইকমান্ড। আওয়ামী লীগের তারুণ্য নির্ভর নতুন কমিটিতে স্থান পেতে এগিয়ে আছেন চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরী। জানা গেছে, চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরীর দায়িত্ব পালনে সন্তুষ্ঠ হয়ে তাকে কেন্দ্রীয় যুবলীগের সমবায় সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

আবদুল্লাহ আল মামুন চৌধুরী চট্টগ্রামের আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সিটি মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী ভাগিনা। এ বি এম মহিউদ্দিন চৌধুরী ভাগিনা আব্দুল্লাহ আল মামুনকে খুব পছন্দ করতেন। তিনি আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে মায়া মমতা দিয়ে বড় করে রাজনীতি শিখিয়েছেন।

এবার চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন চৌধুরীর নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর খুব কাছে থেকে রাজনীতি শিখে অল্প সময়ে নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সমবায় সম্পাদকের দায়িত্ব পালন করে চট্টগ্রাম আওয়ামী লীগের প্রবীন নেতাদের প্রেরণায় এখন তারুণ্যের প্রতীক হয়ে উঠেছেন আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

সুত্র জানায় তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেতে ওয়ার্ড পর্যায়ে কর্মী বাহিনী সৃষ্ঠি করেছেন। তিনি ৯৬ এর অসহযোগ আন্দোলন ও ১/১১ এর সময় দলের দুর্দিনে সাহসী ভূমিকা রেখেছেন। জানা গেছে, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদটি নিয়েই চলছে নানামুখী আলোচনা। দলের ভেতরে ও বাইরেও বিষয়টি নিয়ে সরব নেতাকর্মীরা।

আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই নেতা নির্বাচন হবে বলে আশা করছি। আগামী ৩১ জুলাই মহানগর কাউন্সিল হবে। আওয়ামী লীগ সব সময়ই তরুণদের অগ্রাধিকার দিয়ে থাকে। দলের বিগত ২০টি কমিটি বিশ্লেষণ করলে সেটিরই প্রমাণ মিলবে।