চট্টগ্রাম ব্যুরো : দেশ এবং জাতির উন্নয়ন করতে হলে সুশিক্ষিত হতে হবে। দেশের সঠিক ইতিহাস জানতে হবে। জানতে হবে স্বাধীনতার ইতিহাস। জানতে হবে জাতির জনক বঙ্গবন্ধুকে। সামাজিক সংগঠন আপন এবং ইউনাইটেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত স্কুল শিক্ষার্থীদের উন্মুক্ত ক্যুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।
তিনি প্রতিযোগী এবং বিজয়ীদের উদ্দেশ্যে বলেন, সরকার শিক্ষার দারুণ উন্নতি করেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে শিক্ষার হার শতভাগে উত্তীর্ণ করেছে। তাই প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ।
সাংবাদিক নূর উদ্দীন খান সাগরের সঞ্চালনায় ও ইউনাইটেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল মো: সোহরাব হোসেন এর সভাপতিত্বে মঙ্গলবার চট্টগ্রাম নগরীর বিশ্বকলোনি এ-ব্লক আকবরশাহ এলাকায় ইউনাইটেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা ইমাম হোসেন, নূরুল আবছার, সাজ্জাদুল কাদের, শিক্ষক হেলেনা আক্তার, লুবনা আক্তার, তানিয়া আক্তার, বিজয় দাস, রুবিনা আক্তারসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ। আলোচনাসভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।