সূর্যোদয় ডেস্ক : ঢাকা থেকে প্রকাশিত সচেতন পাঠকের জাতীয় পত্রিকা দৈনিক সূর্যোদয় পরিচালনা পরিষদের সাধারণ সভা গত ১১ জুন রোববার ঢাকাস্থ পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে অনষ্ঠিত হয়। দৈনিক সূর্যোদয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান শহীদুল হাকিম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দৈনিক সূর্যোদয় ভারপ্রাপ্ত সম্পাদক এ এস এম সেলিমুর আলম চৌধুরী, উপদেষ্ঠা সম্পাদক আবুল কালাম আজাদ, সহকারী সম্পাদক আবুল হাসেম, ব্যবস্থাপনা সম্পাদক তপন তালুকদার, সহ সম্পাদক সুমন গাজী, বিশেষ প্রতিবেদক মিশু দাশ প্রমুখ।
সভায় দৈনিক সূর্যোদয় এর নির্বাহী সম্পাদক শহীদুল হাকিম চৌধুরীকে নির্বাচিত পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা সম্পাদক তপন তালুকদারকে ব্যবস্থাপনা পরিচালক করা হয়। তারা আগামী ২০২৩-২০২৪ মেয়াদে দৈনিক সূর্যোদয় পরিচালনা করবেন।