চট্টগ্রাম ব্যুরো : দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া থেকে ছোট বেতুয়ার রাস্তার ব্রিক সলিংয়ের কাজের উদ্বোধন হয়েছে। আজ ২৫শে মে বৃহস্পতিবার বড় বেতুয়া থেকে ছোট বেতুয়ার রাস্তার ব্রিক সলিংয়ের কাজের উদ্বোধন করলেন ফটিকছড়ি উপজেলার ২ নং দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান মো. জানে আলম।
এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হাকিম, দাঁতমারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ হোসেন, সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল, মাওলানা শফি, মাওলানা রফিক, মোঃ সোলেমান, মোঃ তালেব, মোঃ মুজিব, মহিউদ্দিন,ছাত্রলীগ নেতা সাইফুল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।