সূর্যোদয় প্রতিবেদক : সবজির দাম আরও বেড়েছে। ৮ মে সোমবার বাজার ঘুরে দেখা যায় সব সবজির দাম চড়া। ৬০ টাকার নিচে কোনও সবজি বিক্রি হচ্ছে না। বাজারে বর্তমানে কাঁচা পেঁপের কেজি ৮০ টাকা। দুই দিন আগেও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। দ্রব্যমূল্যের এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।
কাঁচাবাজারে ঘুরে জানা যায়. পেঁপে ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, করলা ৮০-১০০ টাকা, কাকরোল ১০০ টাকা, গাজর ৭০-১২০ টাকা, টমেটো ৪০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা, ঢেঁড়স ৬০-৮০ টাকা, পটল ৮০-১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, সজনে ১৬০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুরমুখী ১৬০ টাকা, লাউ ৭০-৮০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, ধনেপাতা ৩০০ টাকা, আলু ৩৫ টাকা, পেঁয়াজ ৫৫-৬০ টাকা, আদা ২৬০-৩০০ টাকা এবং রসুন ১৬০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।