সূর্যোদয় প্রতিবেদক : এই সরকার ক্ষমতায় থাকলে কোনো দিনই কোনো সুষ্ঠু-অবাধ নির্বাচন হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে দলের নতুন কমিটির উদ্যোগে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। এবার জনগণ জেগে উঠেছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আমরা বিশ্বাস করি জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে (সরকার) পরাজিত করবে এবং সত্যিকার অর্থে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয় না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন,আওয়ামী লীগ তো নির্বাচনে বিশ্বাস করে না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। মির্জা ফখরুল আরও অভিযোগ করে বলেন আওয়ামী লীগ বিশেষ করে এই সরকার অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করে তাদের পুরোনো লক্ষ্য এক দলীয় শাসন ব্যবস্থা, বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। বিএনপি মহাসচিব বলেন, পরিষ্কার করে বলে দিয়েছি কোনো রকমের স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাচ্ছি না। বিশেষ করে সিটি করপোরেশন নির্বাচনে, যেখানে মেয়র নির্বাচন বা কাউন্সিলর নির্বাচন, সেখানে আমাদের দলের কোনো অংশগ্রহণ থাকবে না। একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য এই সরকারের পদত্যাগের দাবিতে এবং তত্ত¡াবধায়ক সরকারের দাবিতে আন্দোলন যেন সফল করতে পারে, স্বেচ্ছাসেবক দল সেখানে যেন তাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে আশাবাদী তিনি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শারাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না: ফখরুল
- Reporter Name
- Update Time : ০৭:২৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- 9075
Tag :
সর্বাধিক পঠিত