গোপালগঞ্জ প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। শুক্রবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় ঘটনাটি ঘটে। কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ের পুলিশের পরিদর্শক (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দৈনিক সূর্যোদয়কে জানান নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামের দেবু অধিকারের ছেলে দীনেশ অধিকারী (৫৫), সন্তোস বৈরাগীর ছেলে সঞ্জয় বৈরাগী (৩৫) ও নরেন বৈরাগীর ছেলে মিহির বৈরাগী (৪৫)। আহতরা হলেন, পথিক বৈরাগী (৪০)। আহত ব্যক্তিকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিদর্শক (ওসি) শরিফুল ইসলাম জানান, সদর উপজেলার তালা বাজারে কাঁচামাল বিক্রি শেষ করে চার ব্যবসায়ী নছিমনে করে সদর উপজেলার আন্দারকোটা গ্রামের বাড়িতে ফিরছিলেন। সোনাশুরে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাসের সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। নছিমনটি মহাসড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ ব্যবসায়ী ও নসিমন চালক দিনেশ অধিকারী নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অপর ব্যবসায়ী সঞ্জয় বৈরাগী ও মিহির বৈরাগীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে তিন জন নিহত
- Reporter Name
- Update Time : ০৫:৪৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- 2862
Tag :
সর্বাধিক পঠিত