মিশু দাশ: তীব্র এই শীতে কারাবন্দীদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এবারের শীতে সরকারিভাবে বন্দীদের একাধিক কম্বল দেয়া হয়েছে।
কেরাণীগঞ্জে সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, আমাদের কারাগারে বর্তমানে সাড়ে ৯ হাজার বন্দি রয়েছেন। প্রতিজন বন্দীকে সরকারিভাবে একাধিক কম্বল দেয়া হয়েছে, যাতে করে তারা এই শীতে কোনো কষ্ট না পান। কারাগারে অনেক দরিদ্র বন্দী রয়েছেন, যারা শীতবস্ত্র সংগ্রহ করতে পারেননি।
তারা যেন এই শীতে কোনো ধরনের কষ্ট না পান, আমরা নিজস্ব উদ্যোগে তাদের শীতবস্ত্র বিতরণ করেছি। ইতোমধ্যে শীতবস্ত্র বন্দীদের মধ্যে বিতরণ করা হয়েছে।