Dhaka ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের রায়পুরে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট: ০৪:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • 887

লক্ষীপুরের এক ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে খালে ভাসমান অবস্থায় জাহাঙ্গীর আলম (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার হায়দরগঞ্জ বাজার এলাকার বেড়ির বাঁধ খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরআগে জাহাঙ্গীর সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ীর পার্শ্ববর্তী সয়াবিন ক্ষেতে কাজ করেছেন। এরপর বাচ্চাদের সঙ্গে দুষ্টামি করে হাসিখুশি চেহারায় বাড়ি থেকে বের হন তিনি। জাহাঙ্গীর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের চর আবাবিল গ্রামের লাহাড়ী বাড়ির মৃত হোসেন আলী লাহাড়ীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত জাহাঙ্গীর বাড়ীর পার্শ্ববর্তী সয়াবিন ক্ষেতে কাজ করেছেন। এরপর বাড়ির বাচ্চাদের সঙ্গে দুষ্টামিও করেছেন। হাসিখুশি চেহারায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। বিকেলে খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত জাহাঙ্গীরের স্ত্রী নাজমা বেগম জানান, তার স্বামীর সঙ্গে কারো কোন শত্রুতা নেই। দুপুরে বাড়িতে থেকে বের হয়ে এসেছেন। কেন এমন হলো বুঝতে পারছি না।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা এবিষয়ে এই মুহুর্তে কিছু বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত

কাদের গনি চৌধুরী সত্যের মশাল নিয়ে এগিয়ে চলা এক সাংবাদিক নেতা

লক্ষ্মীপুরের রায়পুরে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট: ০৪:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে খালে ভাসমান অবস্থায় জাহাঙ্গীর আলম (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার হায়দরগঞ্জ বাজার এলাকার বেড়ির বাঁধ খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরআগে জাহাঙ্গীর সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ীর পার্শ্ববর্তী সয়াবিন ক্ষেতে কাজ করেছেন। এরপর বাচ্চাদের সঙ্গে দুষ্টামি করে হাসিখুশি চেহারায় বাড়ি থেকে বের হন তিনি। জাহাঙ্গীর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের চর আবাবিল গ্রামের লাহাড়ী বাড়ির মৃত হোসেন আলী লাহাড়ীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত জাহাঙ্গীর বাড়ীর পার্শ্ববর্তী সয়াবিন ক্ষেতে কাজ করেছেন। এরপর বাড়ির বাচ্চাদের সঙ্গে দুষ্টামিও করেছেন। হাসিখুশি চেহারায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। বিকেলে খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত জাহাঙ্গীরের স্ত্রী নাজমা বেগম জানান, তার স্বামীর সঙ্গে কারো কোন শত্রুতা নেই। দুপুরে বাড়িতে থেকে বের হয়ে এসেছেন। কেন এমন হলো বুঝতে পারছি না।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা এবিষয়ে এই মুহুর্তে কিছু বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।