চট্টগ্রাম ব্যুরো : ঈদুল ফিতরের উপলক্ষ্যে সারাদেশে কারাবন্দিদের জন্য বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায় এদিন ঈদের নামাজ আদায়ের পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন তারা। ঈদের দিন কারাবন্দিদের তিনবেলা উন্নতমানের খাবার দেওয়া হবে। সকাল থেকে দুপুরের মেন্যুতে রয়েছে সেমাই, মুড়ি, পোলাও, গরুর মাংস, খাসির মাংস, মাছ, পানীয়, পান ও সুপারি। রাতের মেন্যুতে থাকবে সাদা ভাত, চনার ডাল, আলুর দম ও মাছ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত, মত্যুদণ্ডপ্রাপ্ত ও হাজতি মিলে বন্দীর সংখ্যা প্রায় ছয় হাজার। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. এমরান হোসেন মিঞা জানান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হোসেন চৌধুরী নওফেল কারাবন্দীদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। সাবেক কারা পরিদর্শক আজিজুর রহমান এসব উপহার আজ ২০ এপ্রিল বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- বন্দি মায়েদের সাথে থাকা শিশুর জন্য নতুন জামা, পুরুষের জন্য নতুন লুঙ্গি ও নারী বন্দীর জন্য সেলোয়ার কামিজ ও শাড়ি। এসব উপহার বন্দিদের মাঝে বিতরণ করা হয়েছে বলে।
শিরোনাম: