কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোটে মালগাড়ির সঙ্গে ধাক্কায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে সাতটি বগি দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ১৬ এপ্রিল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পেছনে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, স্টেশন মাস্টার সোহাগ তার কর্মস্থল ত্যাগ করে পালিয়েছেন। স্থানীয়দের উদ্ধার অভিযান শুরু করে। যারা আহত হয়েছেন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে আশঙ্কাজনক কাউকে দেখা যায়নি বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
শিরোনাম:
সোনার বাংলা ট্রেনের দুর্ঘটনায় ৭ বগি লাইনচ্যুত হয়ে আহত অর্ধশতাধিক
- দৈনিক সূর্যোদয়
- Update Time : ০৩:২১:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- 2516
Tag :
সর্বাধিক পঠিত