চট্টগ্রাম ব্যুরো : ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে আওয়ামীলীগ নেতা মাসুদ হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বিকেলে দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সরোয়ার উদ্দিন, নুরুল আলম, আবুল কাশেম মেম্বার। ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য ইউসুফ আলীর সভাপতিত্বে এবং মীর হোসেন মীরুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মাহাবুল আলম মাষ্টার, ওমর কৈয়ম ওসমানী, এডভোকেট মিহির কুমার দে, যুবলীগ নেতা আব্দুস শুক্কুর, সেলিম সরকার, জয়নাল আবেদীন প্রমুখ। সভায় বক্তারা আওয়ামীলীগনেতা মাসুদ হত্যায় জড়িত আসামীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান। এছারাও মাসুদ হত্যাকান্ডে জড়িত আসামীদের বাঁচাতে ভূজপুর থানার ওসির উস্কানিমূলক বক্তব্যের সমালোচনা করেন সভার প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। উল্লেখ্য,গত ২৫ মার্চ রাত ১০ টার দিকে নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বালুটিলা বাজারে দুবৃত্তদের চুরিকাঘাতে মুত্যু বরণ করেন সৌদি আরব প্রবাসী ও স্থানীয় আওয়ামীলীগ কর্মী মাসুদুর রহমান।
শিরোনাম:
মাসুদ হত্যা নিয়ে ভূজপুর থানার ওসির বক্তব্যের সমালোচনা করলেন নাজিম মুহুরী
- Reporter Name
- Update Time : ০৭:২৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- 7187
Tag :
সর্বাধিক পঠিত