সূর্যোদয় প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদীয় ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে। ৩ এপ্রিল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। জানা গেছে, দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল নির্ধারণ করতে বৈঠকে বসে ইসি। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কত আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হতে পারে। এক্ষেত্রে এ নির্বাচনের তারিখ এদিনের বৈঠকে চূড়ান্ত হতে পারে। এদিকে ইভিএম মেরামতের জন্য সরকারের কাছে টাকা চেয়েছিল ইসি। ইসির চাহিদা পূরণ সাপেক্ষে নির্ভর করে আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের ভবিষ্যৎ। এদিন এ বিষয়ে ইভিএম না ব্যবহার করার সিদ্ধান্ত আসল। এদিকে ২৮ মার্চ মঙ্গলবার বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দলকে জাতীয় নির্বাচন নিয়ে সংলাপে বসার জন্য চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। এর জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসির দেয়া চিঠির কোনো উত্তর দেবেন না বলে জানান।
শিরোনাম:
সংসদীয় ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে
- Reporter Name
- Update Time : ০৮:২৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- 2752
Tag :
সর্বাধিক পঠিত