Dhaka ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চার বান্ধবী মিরপুর ১৩ নম্বরের নিজেদের বাসায় ফিরেছে

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • 3204

সূর্যোদয় প্রতিবেদক : মিরপুর থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার কিশোরী বাসায় ফিরেছে। টাকা ফুরিয়ে যাওয়ায় তারা বাসায় ফিরে এসেছেন বলে জানা গেছে। শুক্রবার (৩১ মার্চ) কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানান। ওসি হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে চার বান্ধবী মিরপুর ১৩ নম্বরের নিজেদের বাসায় ফিরেছে। তাদের আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। চার বান্ধবী পুলিশকে জানায়, পরিবারের সঙ্গে রাগ করে তারা সিলেট চলে যায়। সিলেট থেকে আবার খুলনায় গিয়ে একটি হোটেলে ওঠে। এরই মধ্যে তাদের টাকা শেষ হয়ে গেলে তখন তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, নিখোঁজ থাকা এই চার বান্ধবীর মধ্যে তিনজন মাদরাসার ও একজন স্কুলের শিক্ষার্থী। তাদের বাসা মিরপুর ১৩ নম্বরে। গত ২৮ মার্চ মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

Tag :
সর্বাধিক পঠিত

গত ১৬ বছরে সব রকমভাবে আমাদের নির্যাতন করা হয়েছে: মির্জা ফখরুল

চার বান্ধবী মিরপুর ১৩ নম্বরের নিজেদের বাসায় ফিরেছে

Update Time : ০১:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সূর্যোদয় প্রতিবেদক : মিরপুর থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার কিশোরী বাসায় ফিরেছে। টাকা ফুরিয়ে যাওয়ায় তারা বাসায় ফিরে এসেছেন বলে জানা গেছে। শুক্রবার (৩১ মার্চ) কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানান। ওসি হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে চার বান্ধবী মিরপুর ১৩ নম্বরের নিজেদের বাসায় ফিরেছে। তাদের আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। চার বান্ধবী পুলিশকে জানায়, পরিবারের সঙ্গে রাগ করে তারা সিলেট চলে যায়। সিলেট থেকে আবার খুলনায় গিয়ে একটি হোটেলে ওঠে। এরই মধ্যে তাদের টাকা শেষ হয়ে গেলে তখন তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, নিখোঁজ থাকা এই চার বান্ধবীর মধ্যে তিনজন মাদরাসার ও একজন স্কুলের শিক্ষার্থী। তাদের বাসা মিরপুর ১৩ নম্বরে। গত ২৮ মার্চ মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।