গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খÐ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিন জন হলেন, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস (২২) একই উপজেলার বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৫) ও জামালপুর জেলার মনোয়ার হোসেন (২৮)। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। স্থানীয়রা জানান, সাকলে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকায় স্কাইনিস পাওয়ার কোম্পানির বহুতল ভবনে কাজ করছিল শ্রমিকরা। এসময় অসাবধানতাবশত নির্মানাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ আগুন ধরে যায়।
শিরোনাম: