লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া সেনেরহাট বাজার সমিতির উদ্যোগে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ সোমবার দুপুরে বাজারের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনেরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাঃ আবদুর রহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ইন্সপেক্টর) আবুল কালাম আজাদ, বড়হাতিয়া ইউপির ১নং ওয়ার্ড সদস্য, সেনেরহাট বাজার ব্যবসায়ী সমিতির প্রধান সমন্বয়ক আবু বক্কর ছিদ্দিক,সেনেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আহমদ হোসেন,সাবেক সভাপতি ডাঃ শফিকুর রহমান। সার্বিক,তত্বাবধানে ছিলেন সেনেরহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোমেন। সভায় সেনেরহাট বাজারের সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভার প্রধান অতিথি লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান বলেন,পবিত্র মাহে রমজান মাসে ব্যবসায়ীদের সুন্দর ও শান্তিপূর্ণভাবে ব্যবসায় নিরাপত্তার জন্য লোহাগাড়া থানা পুলিশ সবসময় পাশে রয়েছে। কিশোরগ্যাং, মাদক, সন্ত্রাসদেরকে কোন ভাবেই প্রশ্রয় দেওয়া যাবেনা। ব্যবসায়ীদের উদ্দেশ্যে ওসি বলেন, রমজান মাস পবিত্র মাসে। কোন ভাবেই ওজনে কম দেওয়া যাবেনা। ভেজাল পণ্য বিক্রি করা যাবেনা।
০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত