লোহাগাড়া প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবু বকরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, লোহাগাড়া ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, মোম্তাফা বেগম গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোকন কান্তি,দাশ ও শিহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুজিত পাল, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মাস্টার এসকে সামশুল আলম, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, নাছির উদ্দিন মেম্বার, শিক্ষিকা রাশেদা বেগম, মোস্তফা বেগম গার্লস হাই স্কুলের অভিভাবক সদস্য সমাজসেবক নাজমুল হক। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী ও মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীকে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগাড়া উপজলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহসহ অন্যান্যা অতিথিবৃন্দরা।
শিরোনাম: