সালমা হক রিয়া,নোয়াখালী থেকে : নোয়াখালীর বেগমগঞ্জে ইটের ট্রাক্টর উল্টে এক হেলপার মৃত্যু হয়েছে। নিহত ট্রাক হেলপার মো.পারভেজ (২৭), উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর গ্রামের শাহ আলম চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ইট নিয়ে একটি ট্রাক্টর চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার শাহ আলম চেয়ারম্যানের বাড়ির দরজায় গেলে ট্রাক্টরটি উল্টে হেলপার পারভেজ ট্রাক্টেরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
বেগমগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কারুজ্জামান সিকাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে ইটের ট্রাক্টর উল্টে এক হেলপারের মৃত্যু
- দৈনিক সূর্যোদয়
- Update Time : ০৭:৩৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- 470
Tag :
সর্বাধিক পঠিত