লক্ষ্মীপুর প্রতিনিধি :
করোনাভাইরাস পরিস্থিতিতে লক্ষ্মীপুর শহরের বিভিন্নস্থানে হতদরিদ্র, ভিখারি, ছিন্নমূল, ভাসমান মানুষ ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। তিনি লক্ষ্মীপুর-২ (সদর ও রায়পুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
শুক্রবার (৯ এপ্রিল) জুমার নামাজের পর জেলা যুবলীগের আয়োজনে শহরের চকবাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার তুলে দেন এডভোকেট নয়ন।
এসময় অন্যান্যের মধ্যে খাবার বিতরণে সহযোগিতা করেন,জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মতলব, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ আহমদ পাটওয়ারী, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রকি প্রমুখ।