০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিদায়ের শূন্যতাকে আমরা শক্তিতে রূপান্তর করেছি

  • আপডেট: ০৯:২৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 16

সুব্রত শুভ্র : রোদঝলমলে আলোয় যখন দেবী দুর্গা আগমন করেছিলেন, তখন চারদিক যেন আনন্দ-উল্লাসের জোয়ারে ভেসেছিলো। ঢাকের ছন্দে, উলুধ্বনির উচ্ছ্বাসে, আর প্রদীপের আলোর ঝলকে মানুষের মুখে ফুটে উঠেছিলো উৎসবের উজ্জ্বল হাসি। মনে হয়েছিলো, অশুভ আর অন্ধকার চিরতরে মুছে গেছে। কিন্তু প্রতিটি আগমনের শেষে যেমন থাকে বিদায়ের সুর, তেমনি দেবী দুর্গার বিদায় বেলাতেও প্রকৃতি যেন এক গভীর হাহাকার মেলে ধরল। আকাশে জমা হল মেঘের বিষণ্ণতা, বাতাসে ভেসে এলো শূন্যতার সুর। আমরা অনুভব করলাম বিচ্ছেদের বেদনা। এ বিদায় আমাদের হৃদয় ছুঁয়ে দিয়ে মনে করিয়ে দিল—আনন্দেরও একদিন অবসান ঘটে। দুর্গাপূজার মূল শিক্ষা হলো অশুভের উপর শুভের বিজয়। দুর্গাপূজা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি ন্যায়, সাহস, সাম্য আর সত্যের প্রতীক। সমাজে অন্যায়, অবিচার, হানাহানি ও অসুর শক্তি এখনো বিরাজমান। আজকের অঙ্গীকার হতে পারে—অসুর যতই শক্তিশালী হোক না কেন, একতার জোরে সত্য ও শুভের জয় অবধারিত। আমরা প্রত্যেকে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়াবো। দেবী দুর্গা বিদায়ের অশ্রুসিক্ত আকাশ তাই যেন এক প্রতিশ্রুতি দাবি করে আমাদের কাছ থেকে। প্রতিশ্রুতি এই যে আমরা দেবীর শক্তিকে কেবল পূজা মণ্ডপে সীমাবদ্ধ রাখবো না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আলো জ্বালিয়ে রাখবো। সুতরাং দেবীর বিদায়ের মুহূর্ত আমাদের কাছে কেবল শোকের নয়, আত্মসমালোচনারও সময়। আজকের অঙ্গীকার হতে পারে—আমরা প্রত্যেকে নিজের ভেতরের অসুরকে জয় করার চেষ্টা করব। সত্য, ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়াবো, মা, তোমার বিদায়ের শূন্যতাকে আমরা শক্তিতে রূপান্তর করেছি; অসুরকে জয় করার লড়াই আমাদের শুরু। লেখক : সাংবাদিক ও সংগঠক

সর্বাধিক পঠিত

ফটিকছড়িন ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিদায়ের শূন্যতাকে আমরা শক্তিতে রূপান্তর করেছি

আপডেট: ০৯:২৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

সুব্রত শুভ্র : রোদঝলমলে আলোয় যখন দেবী দুর্গা আগমন করেছিলেন, তখন চারদিক যেন আনন্দ-উল্লাসের জোয়ারে ভেসেছিলো। ঢাকের ছন্দে, উলুধ্বনির উচ্ছ্বাসে, আর প্রদীপের আলোর ঝলকে মানুষের মুখে ফুটে উঠেছিলো উৎসবের উজ্জ্বল হাসি। মনে হয়েছিলো, অশুভ আর অন্ধকার চিরতরে মুছে গেছে। কিন্তু প্রতিটি আগমনের শেষে যেমন থাকে বিদায়ের সুর, তেমনি দেবী দুর্গার বিদায় বেলাতেও প্রকৃতি যেন এক গভীর হাহাকার মেলে ধরল। আকাশে জমা হল মেঘের বিষণ্ণতা, বাতাসে ভেসে এলো শূন্যতার সুর। আমরা অনুভব করলাম বিচ্ছেদের বেদনা। এ বিদায় আমাদের হৃদয় ছুঁয়ে দিয়ে মনে করিয়ে দিল—আনন্দেরও একদিন অবসান ঘটে। দুর্গাপূজার মূল শিক্ষা হলো অশুভের উপর শুভের বিজয়। দুর্গাপূজা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি ন্যায়, সাহস, সাম্য আর সত্যের প্রতীক। সমাজে অন্যায়, অবিচার, হানাহানি ও অসুর শক্তি এখনো বিরাজমান। আজকের অঙ্গীকার হতে পারে—অসুর যতই শক্তিশালী হোক না কেন, একতার জোরে সত্য ও শুভের জয় অবধারিত। আমরা প্রত্যেকে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়াবো। দেবী দুর্গা বিদায়ের অশ্রুসিক্ত আকাশ তাই যেন এক প্রতিশ্রুতি দাবি করে আমাদের কাছ থেকে। প্রতিশ্রুতি এই যে আমরা দেবীর শক্তিকে কেবল পূজা মণ্ডপে সীমাবদ্ধ রাখবো না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আলো জ্বালিয়ে রাখবো। সুতরাং দেবীর বিদায়ের মুহূর্ত আমাদের কাছে কেবল শোকের নয়, আত্মসমালোচনারও সময়। আজকের অঙ্গীকার হতে পারে—আমরা প্রত্যেকে নিজের ভেতরের অসুরকে জয় করার চেষ্টা করব। সত্য, ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়াবো, মা, তোমার বিদায়ের শূন্যতাকে আমরা শক্তিতে রূপান্তর করেছি; অসুরকে জয় করার লড়াই আমাদের শুরু। লেখক : সাংবাদিক ও সংগঠক