চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে রূপ নিচ্ছে। দলীয় বিরোধের জেরে গ্রিস প্রবাসী বিএনপি কর্মী বাবুলকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব:) আজিম উল্লাহ বাহারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি হেঁয়াকোতে সরকারি জমি দখল নিয়ে আজিম উল্লাহ বাহার গ্রুপের সাথে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে দ্বন্দ্ব শুরু হয়। এতে একাধিক পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, সরকারী জমি দখলের ভাগবাটোয়ারা নিয়ে মতানৈক্যের কারণে আজিম উল্লাহ বাহার তাঁর অনুসারীদের মাধ্যমে বাবুলকে হেয়াকোতে শাস্তি দেওয়ার নির্দেশ দেন। এই নির্দেশের পর থেকে বাবুল এবং তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাবুল জানান, আমি বিদেশে থাকলেও দলীয় কার্যক্রমে সক্রিয় থাকার চেষ্টা করি। কিন্তু ভিন্নমতের কারণে আজ আমার জীবন হুমকির মুখে। দেশে ফিরে আসার সাহস পাচ্ছি না। স্থানীয়দের মতে, উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব:) আজিম উল্লাহ বাহার গ্রুপের কবির ও নুরুল আমিনের চাঁদাবাজি দখল বাণিজ্যের কারনে হেয়াকো এখন ধীরে ধীরে সন্ত্রাসের জনপদে পরিণত হচ্ছে। তাদের রাজনৈতিক দ্বন্দ্বের ছায়ায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র বিএনপি নেতা বলেন, আজিম উল্লাহ বাহার দলের সিদ্ধান্ত মানছেন না। তিনি ব্যক্তি প্রভাব খাটিয়ে বিরোধীদের দমন করছেন। এতে দলীয় ঐক্য ধ্বংসের মুখে। এ বিষয়ে আজিম উল্লাহ বাহারের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এখন স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ এবং দলের কেন্দ্রীয় কমিটির দৃষ্টি না পড়লে ফটিকছড়ির রাজনীতিতে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:










