ভোলা প্রতিনিধি : ভোলায় বাসচালক ও শ্রমিকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনার জেরে ৩টি অটোরিকশায় আগুন দেওয়া হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। পরে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ৩ জন সিএনজিচালিত অটোরিকশা বাসস্ট্যান্ডের অভ্যন্তরে রাখে। পরে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ওই ৩টি অটোরিকশায় আগুন দেওয়া হয়। এদিকে গতকাল মঙ্গলবার রাতের সংঘর্ষের ঘটনায় ২টি বাসে অগ্নিসংযোগ, ৭টি বাসে ভাঙচুর ও বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদসহ ক্ষতিপূরণ ও জড়িতদের শাস্তির দাবিতে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে জেলার ৫টি রুটে বাস চলাচলে ধর্মঘট ডেকেছে জেলা বাস মালিক সমিতি। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত হাচনাইন পারভেজ বলেন, আজ সকালেও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে।
০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:












