০২:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক অবরোধের পাশাপাশি রেলপথও অবরোধ করেছেন শিক্ষার্থীরা

মো. মোতাহার আলী: ঢাকার বিভিন্ন স্থানে জোরালোভাবে চলছে কোটাবিরোধী শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচি। সড়ক অবরোধের পাশাপাশি রেলপথও অবরোধ করেছেন তারা। ফলে ঢাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ ১০ জুলাই বুধবার দুপুরে ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, রেলপথের বাইরে থাকা স্লিপার তুলে রেললাইনের ওপর রাখা হয়েছে এবং জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে, সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের এমন আদেশকে আন্দোলন দমানোর কৌশল হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তারা বলেন, আন্দোলন দমানোর চেষ্টা না করে একটি কমিশন গঠন করে কোটা নিয়ে স্থায়ী সমাধান করুন। এছাড়া ছাত্রসমাজ রাজপথ ছাড়বে না।

সর্বাধিক পঠিত

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা

সড়ক অবরোধের পাশাপাশি রেলপথও অবরোধ করেছেন শিক্ষার্থীরা

আপডেট: ০৪:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

মো. মোতাহার আলী: ঢাকার বিভিন্ন স্থানে জোরালোভাবে চলছে কোটাবিরোধী শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচি। সড়ক অবরোধের পাশাপাশি রেলপথও অবরোধ করেছেন তারা। ফলে ঢাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ ১০ জুলাই বুধবার দুপুরে ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, রেলপথের বাইরে থাকা স্লিপার তুলে রেললাইনের ওপর রাখা হয়েছে এবং জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে, সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের এমন আদেশকে আন্দোলন দমানোর কৌশল হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তারা বলেন, আন্দোলন দমানোর চেষ্টা না করে একটি কমিশন গঠন করে কোটা নিয়ে স্থায়ী সমাধান করুন। এছাড়া ছাত্রসমাজ রাজপথ ছাড়বে না।