লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ২টি কারখানাতে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে বিসিক শিল্প নগরীতে তাহের ফুড ও মিতালী বেকারী বিক্রির জন্য রাখা পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা এবং ভেজাল ঘি তৈরি করে মজুত করে বিক্রীর করার অভিযোগে। এমন সংবাদ পান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এন এস আই) কর্মকর্তারা। পরে তথ্য অনুযায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নুর হোসেন নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুকবুল হোসেন ও আইস শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বিসিক শিল্প নগরীর তাহের ফুড অস্বাস্থ্য পরিবেশে ঘি প্রস্তুত, ক্ষতিকর দ্রব্যের মিশ্রণ, পূণ্যের মেয়াদোর্ত্তীণ ও বিএসটিআইএর অনুমোদন না থাকায় ও মিতালী বেকারীসহ দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুকবুল হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারা অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে এই অর্থদ- প্রদান করা হয়েছে। বাকীদেরকে সর্তক করা হয়েছে এবং অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।