০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

  • আপডেট: ১২:৫৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • 103

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৯ জুন শনিবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এই ঘটনা ঘটে। জানা গেছে, চট্টগ্রাম থেকে ফেনী যাচ্ছিল স্টারলাইন পরিবহনের একটি বাস। বাসটি ফকিরহাট এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে আহত হন ৪ জন। পরে ফায়ার সার্ভিস গিয়ে সেখান থেকে একজনের মরদেহ ও আহত ৪ জনকে উদ্ধার করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৯টা ৬ মিনিটের সময় আমাদের কাছে সড়ক দুর্ঘটনার খবর আসে। দ্রুত গিয়ে সেখান থেকে আটকা পড়া ৪ জনকে উদ্ধার করি। সেখানে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এখন আমরা গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিচ্ছি।

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম কারাগারে স্বেচ্ছাসেবক লীগে নেতার মৃত্যু

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

আপডেট: ১২:৫৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৯ জুন শনিবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এই ঘটনা ঘটে। জানা গেছে, চট্টগ্রাম থেকে ফেনী যাচ্ছিল স্টারলাইন পরিবহনের একটি বাস। বাসটি ফকিরহাট এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে আহত হন ৪ জন। পরে ফায়ার সার্ভিস গিয়ে সেখান থেকে একজনের মরদেহ ও আহত ৪ জনকে উদ্ধার করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৯টা ৬ মিনিটের সময় আমাদের কাছে সড়ক দুর্ঘটনার খবর আসে। দ্রুত গিয়ে সেখান থেকে আটকা পড়া ৪ জনকে উদ্ধার করি। সেখানে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এখন আমরা গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিচ্ছি।