০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে তীব্র গরমে ১৯ হজযাত্রীর মৃত্যু

  • আপডেট: ১২:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
  • 178

সূর্যোদয় ডেস্ক: তীব্র তাপদাহের কারণে সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় জর্ডান ও ইরানের অন্তত ১৯ জন মুসুল্লি মারা গেছেন। এনডিটিভি জানিয়েছে, হজ পালনের সময় জর্ডানের ১৪ জন মুসুল্লি মারা গেছেন। আরও ১৭ জন এখনো নিখোঁজ আছেন। এছাড়াও এবছর হজ পালনের সময় ইরানের ৫ হজযাত্রী মারা গেছেন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেন কোলিভান্দ। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, আরাফত পর্বতের কাছে একটি চিকিৎসা কেন্দ্র অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়া ২২৫ জন চিকিৎসা নিয়েছেন। জানা গেছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবারের হজে অংশ নিয়েছেন ১৮ লাখ ৩০ হাজার মুসুল্লি। এই সময় সৌদি আরবের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি ছিল। এই তীব্র তাপদাহের কারণে অনেকই অসুস্থ হয়ে পড়েন। তবে মুসুল্লিদের কষ্ট কমাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে দেশটি। যার মধ্যে আছে জলবায়ু নিয়ন্ত্রিত এলাকা, বিনামূল্যে খাওয়ার পানি সরবরাহ ও বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া। জানা গেছে, গত বছরের হজে ২৪০ জন মুসুল্লি নিহত হন, যাদের বেশিরভাগই ইন্দোনেশিয়ার নাগরিক। এক সৌদি কর্মকর্তা জানান, গতবারের হজে ১০ হাজারেরও বেশি মুসুল্লি হজের সময় তাপ-সংশ্লিষ্ট অসুস্থতায় আক্রান্ত হন, যার মধ্যে ১০ শতাংশ হিট স্ট্রোকের শিকার হন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হজ যাত্রীদের সব সময় সঙ্গে পানি রাখতে ও সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা জায়গা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

সর্বাধিক পঠিত

স্বামী হাসপাতালে,প্যারোলে মুক্তি চেয়েছে ডা. দীপু মনি

সৌদি আরবে তীব্র গরমে ১৯ হজযাত্রীর মৃত্যু

আপডেট: ১২:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪

সূর্যোদয় ডেস্ক: তীব্র তাপদাহের কারণে সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় জর্ডান ও ইরানের অন্তত ১৯ জন মুসুল্লি মারা গেছেন। এনডিটিভি জানিয়েছে, হজ পালনের সময় জর্ডানের ১৪ জন মুসুল্লি মারা গেছেন। আরও ১৭ জন এখনো নিখোঁজ আছেন। এছাড়াও এবছর হজ পালনের সময় ইরানের ৫ হজযাত্রী মারা গেছেন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেন কোলিভান্দ। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, আরাফত পর্বতের কাছে একটি চিকিৎসা কেন্দ্র অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়া ২২৫ জন চিকিৎসা নিয়েছেন। জানা গেছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবারের হজে অংশ নিয়েছেন ১৮ লাখ ৩০ হাজার মুসুল্লি। এই সময় সৌদি আরবের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি ছিল। এই তীব্র তাপদাহের কারণে অনেকই অসুস্থ হয়ে পড়েন। তবে মুসুল্লিদের কষ্ট কমাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে দেশটি। যার মধ্যে আছে জলবায়ু নিয়ন্ত্রিত এলাকা, বিনামূল্যে খাওয়ার পানি সরবরাহ ও বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া। জানা গেছে, গত বছরের হজে ২৪০ জন মুসুল্লি নিহত হন, যাদের বেশিরভাগই ইন্দোনেশিয়ার নাগরিক। এক সৌদি কর্মকর্তা জানান, গতবারের হজে ১০ হাজারেরও বেশি মুসুল্লি হজের সময় তাপ-সংশ্লিষ্ট অসুস্থতায় আক্রান্ত হন, যার মধ্যে ১০ শতাংশ হিট স্ট্রোকের শিকার হন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হজ যাত্রীদের সব সময় সঙ্গে পানি রাখতে ও সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা জায়গা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।