তপন তালুকদার: বকেয়া বেতনের দাবিতে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। তাদের অবরোধের কারণে ব্যস্ততম ওই সড়ক স্থবির হয়ে গেছে। ওই এলাকায় রাস্তার উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার ১৫ মে বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িল ফ্লাইওভারের নিচের সড়ক অবরোধ করেন জোয়ার সাহারার জমজম রোডের ইউরো জোন ফ্যাশনস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, তাদের বেতন-ভাতা বন্ধ। দেওয়া হয়নি বকেয়া বেতনও। কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।
এদিকে, শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় কুড়িল ফ্লাইওভার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাসানুজ্জামান মোল্যা জানিয়েছেন, বেতন-ভাতা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ইউরো জোন ফ্যাশনস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা কুড়িল ফ্লাইওভারের নিচে রাস্তা অবরোধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয় সেজন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷