Dhaka ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ওমানে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে ৪ জন গ্রেফতার

মামুন আহমেদ শরীফ তালুকদার, ওমান থেকে: ওমানে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। গ্রেপ্তারকৃতদের প্রধান টার্গেট ছিলেন প্রবাসীরা।

গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার দেশটির প্রথম সারির একটি গণমাধ্যমে পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আল বাতিনাহ পুলিশ কমান্ড অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া ওই প্রতারক চক্রকে হাতেনাতে গ্রেফতার করে। তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা আদায় করতেন। যেহেতু পুলিশের পোশাক পরিহিত থাকতেন তাই প্রবাসীরাও ভয়ে কোনো প্রতিবাদ করতেন না।

একইসাথে তাদের বিরুদ্ধে ছিনতাই ও চুরির অভিযোগও আনা হয়েছে। প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে, এই ধরণের ঘটনার সম্মুখীন হলে তারা যেন সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন। এছাড়া সবধরণের অনৈতিক লেনদেনের ব্যাপারেও তাদের সাবধান করা হয়েছে।

Tag :

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়েছে সরকার

ওমানে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে ৪ জন গ্রেফতার

Update Time : ০৩:২৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

মামুন আহমেদ শরীফ তালুকদার, ওমান থেকে: ওমানে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। গ্রেপ্তারকৃতদের প্রধান টার্গেট ছিলেন প্রবাসীরা।

গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার দেশটির প্রথম সারির একটি গণমাধ্যমে পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আল বাতিনাহ পুলিশ কমান্ড অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া ওই প্রতারক চক্রকে হাতেনাতে গ্রেফতার করে। তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা আদায় করতেন। যেহেতু পুলিশের পোশাক পরিহিত থাকতেন তাই প্রবাসীরাও ভয়ে কোনো প্রতিবাদ করতেন না।

একইসাথে তাদের বিরুদ্ধে ছিনতাই ও চুরির অভিযোগও আনা হয়েছে। প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে, এই ধরণের ঘটনার সম্মুখীন হলে তারা যেন সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন। এছাড়া সবধরণের অনৈতিক লেনদেনের ব্যাপারেও তাদের সাবধান করা হয়েছে।