Dhaka ০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরের কাশিমপুর এলাকা থেতে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • 6

বাবুল শেখ: গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকা হতে আন্তঃ জেলা দুর্ধর্ষ ডাকাত সর্দার জুয়েলকে ১ টি বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

২৪ এপ্রিল বুধবার র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন পানিশাইল এলাকায় অভিযান চালিয়ে তাহাকে গ্রেফতার করে। এ সময় তাহার নিকট তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ জুয়েল মিয়ার (৩৪), গ্রামের বাড়ী শেরপুর জেলায়। গ্রেফতারকৃত আসামী জুয়েল মিয়া (৩৪) এর বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় ১ টি ডাকাতি মামলা, শেরপুর জেলার সদর থানায় ১টি ডাকাতি ও ২ টি অস্ত্র মামলা রয়েছে। র‌্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার। ধৃত আসামীসহ তার সহযোগী ০৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে যারা ঢাকা ও আশপাশের জেলার বিভিন্ন ব্যবসায়ীদের টার্গেট করে পরবর্তীতে তাদের নিকটে থাকা অস্ত্র ও অন্যান্য আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি করে আসছে।

জিজ্ঞাসাবাদে আরোও জানা যায়, তার নেতৃত্বে গত ১৩ অক্টোবর ২৩ তারিখ রাতে মানিকগঞ্জের দৌলতপুর বাজারের ‘মা জননী জুয়েলার্স’এর স্বত্ত্বাধিকারী দিলীপ রাজবংশী প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ২০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা সঙ্গে নিয়ে তার নিকটাত্মীয়ের মোটর সাইকেল যোগে বাড়ির উদ্দেশে রওনা হন। দৌলতপুরের চুনাবাড়ী মোড়ে পৌঁছালে রাত সোয়া ১২টার দিকে দুটি মোটর সাইকেলে কয়েকজন এসে মাথায় পিস্তল ঠেকিয়ে তার সাথে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে আত্মগোপন করে। পরবর্তীতে ভুক্তভোগী রাজবংশী দৌলতপুর থানায় তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করেন। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ ডাকাতি, দস্যূতা, ছিনতাই ও চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীর বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।

Tag :
সর্বাধিক পঠিত

https://dainiksurjodoy.com/wp-content/uploads/2023/12/Green-White-Modern-Pastel-Travel-Agency-Discount-Video5-2.gif

এভারেস্ট জয় করেছেন চট্টগ্রামের সন্তান বাবর

গাজীপুরের কাশিমপুর এলাকা থেতে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার

Update Time : ০২:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

বাবুল শেখ: গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকা হতে আন্তঃ জেলা দুর্ধর্ষ ডাকাত সর্দার জুয়েলকে ১ টি বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

২৪ এপ্রিল বুধবার র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন পানিশাইল এলাকায় অভিযান চালিয়ে তাহাকে গ্রেফতার করে। এ সময় তাহার নিকট তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ জুয়েল মিয়ার (৩৪), গ্রামের বাড়ী শেরপুর জেলায়। গ্রেফতারকৃত আসামী জুয়েল মিয়া (৩৪) এর বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় ১ টি ডাকাতি মামলা, শেরপুর জেলার সদর থানায় ১টি ডাকাতি ও ২ টি অস্ত্র মামলা রয়েছে। র‌্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার। ধৃত আসামীসহ তার সহযোগী ০৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে যারা ঢাকা ও আশপাশের জেলার বিভিন্ন ব্যবসায়ীদের টার্গেট করে পরবর্তীতে তাদের নিকটে থাকা অস্ত্র ও অন্যান্য আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি করে আসছে।

জিজ্ঞাসাবাদে আরোও জানা যায়, তার নেতৃত্বে গত ১৩ অক্টোবর ২৩ তারিখ রাতে মানিকগঞ্জের দৌলতপুর বাজারের ‘মা জননী জুয়েলার্স’এর স্বত্ত্বাধিকারী দিলীপ রাজবংশী প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ২০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা সঙ্গে নিয়ে তার নিকটাত্মীয়ের মোটর সাইকেল যোগে বাড়ির উদ্দেশে রওনা হন। দৌলতপুরের চুনাবাড়ী মোড়ে পৌঁছালে রাত সোয়া ১২টার দিকে দুটি মোটর সাইকেলে কয়েকজন এসে মাথায় পিস্তল ঠেকিয়ে তার সাথে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে আত্মগোপন করে। পরবর্তীতে ভুক্তভোগী রাজবংশী দৌলতপুর থানায় তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করেন। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ ডাকাতি, দস্যূতা, ছিনতাই ও চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীর বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।