Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যুব নেতৃত্বই পারে পৃথিবী বদলে দিতে: লায়ন রাজিব সিনহা

  • Reporter Name
  • Update Time : ০২:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • 32

সূর্যোদয় ডেস্ক: লায়ন্স ক্লাব অব চিটাগং এর লিও-লায়ন যৌথসভায় লায়ন রাজিব সিনহা এমজেএফ বলেন, যুব নেতৃত্বই পারে পৃথিবী বদলে দিতে। তিনি বলেন, মানবতা ভুলুন্ঠিত ও অপমানিত বিশ্বব্যবস্থায় সুন্দর ও মানবিক সমাজ গড়ার ক্ষেত্রে ‘আমরা’-এর ঐক্যের শক্তিতে বলীয়ান হয়ে লায়ন ও লিও সদস্যদের সুবিধাবঞ্চিত কমভাগ্যবান মানুষের পাশে দাঁড়াতে হবে।

১৫ ডিসেম্বর শুক্রবারের ফ্রি ক্লিনিক পরবর্তী লায়ন্স ক্লাব অব চিটাগং, লিও ক্লাব অব চিটাগং এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের সদস্যদের যৌথসভা চট্টগ্রাম কলেজ রোডস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং এর সেক্রেটারি ইসমাইল চৌধুরীর সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠিত সভায় লায়ন্স ক্লাব অব চিটাগং এর প্রাক্তন প্রেসিডেন্টবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন লায়ন মোহাম্মদ মোসলেহউদ্দিন খান, লায়ন ডাঃ গোপাল ভট্টাচার্য ও লায়ন মোহাম্মদ আবদুর রব শাহীন, লায়ন্স ক্লাব অব চিটাগং এর নবাগত সদস্য লায়ন ডাঃ অশোক কুমার দাশ ও লায়ন ডাঃ এ কে এম ফজলুল হক সিদ্দিকী, লিও ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট লিও শেখ মুনতাসির মামুন, লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের প্রেসিডেন্ট লিও ইমদাদুল ইসলাম সৌরভ এবং লিও ক্লাব অব চিটাগং এর প্রাক্তন প্রেসিডেন্ট লিও রাহুল লালা।সভামঞ্চে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং এর টেইল টুইস্টার লায়ন লিটন কান্তি দত্ত এবং ডিরেক্টর লায়ন মহাদেব ঘোষ। প্রায় অর্ধ শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, হোমিওপ্যাথিক ও এলোপ্যাথিক চিকিৎসকের পরামর্শ দানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সেবা কার্যক্রমে অংশ নেন লিও ক্লাব অব চিটাগং এর ভাইস প্রেসিডেন্ট লিও শাহাদাত হোসেন সাইফ, লিও বাঁধন ঘোষ, লিও মোহাম্মদ মাহফুজুর রহমান লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের ভাইস প্রেসিডেন্ট লিও লিও নাজমুল হাসান, লিও ক্লাব সেক্রেটারি লিও মাহমুদুন নবী রানা, লিও ইমরুল কায়েস অপু, লিও এমরান খান মেহেদী, লিও মো: এনামুল হক, লিও সরওয়ার আলম সিয়াম, লিও মেহেরাজ আল মাহমুদ সাকিব, লিও মো: সাখাওয়াত হোসেন, লিও রানা চৌধুরী, লিও মাজহারুল ইসলাম, লিও তাসফিয়া তাসনীম, লিও নুজহাত আনোয়ার, লিও রাজেশ লালা, লিও উম্মে হাবিবা, লিও ইনতিসার রহমান, লিও রাকিবুল মিজান, লিও ওমন দাশ, লিও মশিউর ইসলাম, লিও জয় বড়ুয়া, লিও সজিব ভুইয়া, লিও পৃথ্বীরাজ দে, লিও লুৎফুর রহমান, লিও সাইফুল ইসলাম, লিও মো: বোরহান, লিও ইনজামুল ইসলাম, লিও সাইমা জাহান মিম, লিও শাহরিয়ার আলম, লিও মিরাজ মেল হোসেন মিহান, লিও সানজিদা কুদ্দুস সাদিয়া, লিও রুবি।

Tag :

রাষ্ট্রপতির বাসভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা

যুব নেতৃত্বই পারে পৃথিবী বদলে দিতে: লায়ন রাজিব সিনহা

Update Time : ০২:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

সূর্যোদয় ডেস্ক: লায়ন্স ক্লাব অব চিটাগং এর লিও-লায়ন যৌথসভায় লায়ন রাজিব সিনহা এমজেএফ বলেন, যুব নেতৃত্বই পারে পৃথিবী বদলে দিতে। তিনি বলেন, মানবতা ভুলুন্ঠিত ও অপমানিত বিশ্বব্যবস্থায় সুন্দর ও মানবিক সমাজ গড়ার ক্ষেত্রে ‘আমরা’-এর ঐক্যের শক্তিতে বলীয়ান হয়ে লায়ন ও লিও সদস্যদের সুবিধাবঞ্চিত কমভাগ্যবান মানুষের পাশে দাঁড়াতে হবে।

১৫ ডিসেম্বর শুক্রবারের ফ্রি ক্লিনিক পরবর্তী লায়ন্স ক্লাব অব চিটাগং, লিও ক্লাব অব চিটাগং এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের সদস্যদের যৌথসভা চট্টগ্রাম কলেজ রোডস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং এর সেক্রেটারি ইসমাইল চৌধুরীর সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠিত সভায় লায়ন্স ক্লাব অব চিটাগং এর প্রাক্তন প্রেসিডেন্টবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন লায়ন মোহাম্মদ মোসলেহউদ্দিন খান, লায়ন ডাঃ গোপাল ভট্টাচার্য ও লায়ন মোহাম্মদ আবদুর রব শাহীন, লায়ন্স ক্লাব অব চিটাগং এর নবাগত সদস্য লায়ন ডাঃ অশোক কুমার দাশ ও লায়ন ডাঃ এ কে এম ফজলুল হক সিদ্দিকী, লিও ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট লিও শেখ মুনতাসির মামুন, লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের প্রেসিডেন্ট লিও ইমদাদুল ইসলাম সৌরভ এবং লিও ক্লাব অব চিটাগং এর প্রাক্তন প্রেসিডেন্ট লিও রাহুল লালা।সভামঞ্চে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং এর টেইল টুইস্টার লায়ন লিটন কান্তি দত্ত এবং ডিরেক্টর লায়ন মহাদেব ঘোষ। প্রায় অর্ধ শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, হোমিওপ্যাথিক ও এলোপ্যাথিক চিকিৎসকের পরামর্শ দানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সেবা কার্যক্রমে অংশ নেন লিও ক্লাব অব চিটাগং এর ভাইস প্রেসিডেন্ট লিও শাহাদাত হোসেন সাইফ, লিও বাঁধন ঘোষ, লিও মোহাম্মদ মাহফুজুর রহমান লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের ভাইস প্রেসিডেন্ট লিও লিও নাজমুল হাসান, লিও ক্লাব সেক্রেটারি লিও মাহমুদুন নবী রানা, লিও ইমরুল কায়েস অপু, লিও এমরান খান মেহেদী, লিও মো: এনামুল হক, লিও সরওয়ার আলম সিয়াম, লিও মেহেরাজ আল মাহমুদ সাকিব, লিও মো: সাখাওয়াত হোসেন, লিও রানা চৌধুরী, লিও মাজহারুল ইসলাম, লিও তাসফিয়া তাসনীম, লিও নুজহাত আনোয়ার, লিও রাজেশ লালা, লিও উম্মে হাবিবা, লিও ইনতিসার রহমান, লিও রাকিবুল মিজান, লিও ওমন দাশ, লিও মশিউর ইসলাম, লিও জয় বড়ুয়া, লিও সজিব ভুইয়া, লিও পৃথ্বীরাজ দে, লিও লুৎফুর রহমান, লিও সাইফুল ইসলাম, লিও মো: বোরহান, লিও ইনজামুল ইসলাম, লিও সাইমা জাহান মিম, লিও শাহরিয়ার আলম, লিও মিরাজ মেল হোসেন মিহান, লিও সানজিদা কুদ্দুস সাদিয়া, লিও রুবি।