Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দাঁতমারায় প্রকাশ্যে ঘুরছে মাদক মামলার আসামি জাকির

  • Reporter Name
  • Update Time : ০২:০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • 31

সর্যোদয় ডেস্ক : ফটিকছড়ির দাঁতমারায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মাদক মামলার আসামি জাকির।

জানা গেছে, ২ নং দাঁতমারা ইউনিয়নের হোসেন্যারখীলের মকবুল হোসেনের ছেলে চট্টগ্রাম জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী জাকির হোসেন একাধিক মাদক ও গরু চুরি মামলার আসামি হয়ে নিজ বাড়ীতে অবস্থান করছে। তিনি দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা ওয়ার্ড যুবলীগের সভাপতি দাবী করে আসলেও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম জানান ফটিকছড়ির উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে যুবলীগের কোন কমিটি নেই। দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকিরকে তিনি চিনেন না বলে জানান।

জানা গেছে,  ৫/৬টি মামলা থাকার পরেও পুলিশের কয়েকজন এসআই কে ম্যানেজ করে হোসেন্যারখীলস্থ নিজের বাড়িতে অবস্থান করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন জাকির ।  নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়নের ইসলামপুর ও হোসেন্যারখীলের স্থানীয়রা জানান,স্থানীয় এক জনপ্রতিনিধির মদদেই মাদক ব্যবসায়ী জাকির এলাকায় মাদকের ব্যবসা করছে। এখন আবার অন্য এলাকার বহিরাগত মাদক মামলার আসামিদের এলাকায় এনে শক্তি বৃদ্ধি করে দাঁতমারা ইউনিয়নে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় এই জনপ্রতিনিধির শেল্টারের কারণেই পুলিশ জাকিরকে গ্রেপ্তার পারছে না।

এ নিয়ে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামরুজ্জামান বলেন, পুলিশ মাদক ব্যবসায়ী জাকির বাহিনীর ৪ সদস্যকে গত ৬ ডিসেম্বর বান্দরমারা গ্রামের গহিন জঙ্গল থেকে মাদক ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে, এসময় পুলিশের উপস্তিতি টের পেয়ে জাকির তার আস্তানা থেকে পালিয়ে যায়। তাকে এবং তার সহযোগী সবুজ, জামাল ফকির ও রাসেলকে গ্রেফতারের চেষ্টা করছি। জাকির এলাকায় থাকলেও গ্রামে পুলিশ ঢুকলে তার খবর চলে যায় তাই অন্য কৌশলে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এক কর্মকর্তা।

Tag :

রাষ্ট্রপতির বাসভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা

দাঁতমারায় প্রকাশ্যে ঘুরছে মাদক মামলার আসামি জাকির

Update Time : ০২:০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

সর্যোদয় ডেস্ক : ফটিকছড়ির দাঁতমারায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মাদক মামলার আসামি জাকির।

জানা গেছে, ২ নং দাঁতমারা ইউনিয়নের হোসেন্যারখীলের মকবুল হোসেনের ছেলে চট্টগ্রাম জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী জাকির হোসেন একাধিক মাদক ও গরু চুরি মামলার আসামি হয়ে নিজ বাড়ীতে অবস্থান করছে। তিনি দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা ওয়ার্ড যুবলীগের সভাপতি দাবী করে আসলেও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম জানান ফটিকছড়ির উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে যুবলীগের কোন কমিটি নেই। দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকিরকে তিনি চিনেন না বলে জানান।

জানা গেছে,  ৫/৬টি মামলা থাকার পরেও পুলিশের কয়েকজন এসআই কে ম্যানেজ করে হোসেন্যারখীলস্থ নিজের বাড়িতে অবস্থান করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন জাকির ।  নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়নের ইসলামপুর ও হোসেন্যারখীলের স্থানীয়রা জানান,স্থানীয় এক জনপ্রতিনিধির মদদেই মাদক ব্যবসায়ী জাকির এলাকায় মাদকের ব্যবসা করছে। এখন আবার অন্য এলাকার বহিরাগত মাদক মামলার আসামিদের এলাকায় এনে শক্তি বৃদ্ধি করে দাঁতমারা ইউনিয়নে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় এই জনপ্রতিনিধির শেল্টারের কারণেই পুলিশ জাকিরকে গ্রেপ্তার পারছে না।

এ নিয়ে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামরুজ্জামান বলেন, পুলিশ মাদক ব্যবসায়ী জাকির বাহিনীর ৪ সদস্যকে গত ৬ ডিসেম্বর বান্দরমারা গ্রামের গহিন জঙ্গল থেকে মাদক ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে, এসময় পুলিশের উপস্তিতি টের পেয়ে জাকির তার আস্তানা থেকে পালিয়ে যায়। তাকে এবং তার সহযোগী সবুজ, জামাল ফকির ও রাসেলকে গ্রেফতারের চেষ্টা করছি। জাকির এলাকায় থাকলেও গ্রামে পুলিশ ঢুকলে তার খবর চলে যায় তাই অন্য কৌশলে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এক কর্মকর্তা।