Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণে আগুন, ৮ জন বার্ন ইনস্টিটিউটে

  • সুমন গাজী
  • Update Time : ১১:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • 39

সুমন গাজী, সূর্যোদয়: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের নেওয়া হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ৬ ডিসেম্বর বুধবার রাত ৮টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওয়ানা হয় ৮টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন মো. মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), মো. সালাউদ্দিন (৪৫), মো. আমির হোসেন (৩২), মো. কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানিয়েছেন। রাত ৮টা ৫০ মিনিটে তিনি জানান, দুটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।

ফিলিং স্টেশনের কর্মীরা বলেন, ঘটনার সময় কয়েকটি গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিল করছিলেন তাদের কয়েকজন কর্মী। তখন হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিকট বিস্ফোরণের শব্দ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বেশ কয়েকজন কর্মী দগ্ধ অবস্থায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন। পরে দ্রæত তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।

Tag :

রাষ্ট্রপতির বাসভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা

মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণে আগুন, ৮ জন বার্ন ইনস্টিটিউটে

Update Time : ১১:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

সুমন গাজী, সূর্যোদয়: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের নেওয়া হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ৬ ডিসেম্বর বুধবার রাত ৮টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওয়ানা হয় ৮টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন মো. মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), মো. সালাউদ্দিন (৪৫), মো. আমির হোসেন (৩২), মো. কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানিয়েছেন। রাত ৮টা ৫০ মিনিটে তিনি জানান, দুটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।

ফিলিং স্টেশনের কর্মীরা বলেন, ঘটনার সময় কয়েকটি গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিল করছিলেন তাদের কয়েকজন কর্মী। তখন হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিকট বিস্ফোরণের শব্দ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বেশ কয়েকজন কর্মী দগ্ধ অবস্থায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন। পরে দ্রæত তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।