Dhaka ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে পোষ্টার ছেঁড়াছিঁড়ির মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন লায়ন ইমরান

  • Reporter Name
  • Update Time : ০৫:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • 33

চট্টগ্রাম ব্যুরো : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দলীয় সমর্থকেরা হয়ে উঠছেন অসহিষ্ণু এবং বেপরোয়া। সীতাকুণ্ডে পোস্টার ও ব্যানার ছেঁড়া কিংবা ছেঁড়ানোর মতো অসহিষ্ণু ঘটনা ঘটছে নিয়মিত। সরেজমিন অনুসন্ধানে দৈনিক সূর্যোদয়ের নজরে আসে।

জাতীয় সংসদের চট্টগ্রাম-৪, সীতাকুণ্ড আসন থেকে আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এর জনপ্রিয়তায় প্রতিপক্ষ সম্ভাব্য প্রার্থীদের সমর্থক ও দুষ্কৃতিকারীরা তাঁর পোষ্টার ছিঁড়ে নষ্ট করছে বলে প্রতীয়মান হচ্ছে। বিষয়টি নজরে আসতেই এ নিয়ে এলাকায় চলছে মিশ্র প্রতিক্রিয়া ও ঘটনার প্রতিবাদে সরব হয়ে উঠেছে লায়ন মোহাম্মদ ইমরান সমর্থকরা। সাধারণ মানুষের অভিযোগ একই দলের সম্ভাব্য অন্য প্রার্থীদের বিরুদ্ধে। একই দলের মধ্যকার এমন ঘটনা সরকার ও দলের বিগত ১৫ বছরের অর্জনকে ম্লান করে দিতে পারে। এ নিয়ে সীতাকুÐ থানায় ডায়েরী করার ঘটনাও ঘটেছে।

এ ব্যাপারে কথা বলতে গেলে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান বলেন, যাঁরা পোষ্টার ছিঁড়ছেন তাঁরা এলাকার মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে বঞ্চিত করছে এবং অন্যদিকে আবার পোষ্টার ছিঁড়ে মনোনয়ন পেতে চাইছেন। যাহা নিন্দনীয়! আমি সংসদ সদস্য প্রার্থী হতে চাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন: ২০৪১ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশের রূপরেখায় অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে সীতাকুণ্ডকে সুন্দরভাবে সাজাতে। পোস্টার, ব্যানার ছেঁড়াছিঁড়ি স্মার্ট বাংলাদেশের ভিত্তিমূল নষ্ট করা ছাড়া কিছু নয়। তিনি বলেন, এখন সময় জনগণের ভাগ্যের আরো পরিবর্তনে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কাজগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরবার। ভালো কাজ এবং সত্য-সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগের ভাবমূর্তি হননকারী যাবতীয় গুজব, বিরুদ্ধাচরণ ও অপকর্মগুলো রুখে দিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

Tag :
সর্বাধিক পঠিত

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে দিনদুপুরে গুলি করে হত্যা

সীতাকুণ্ডে পোষ্টার ছেঁড়াছিঁড়ির মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন লায়ন ইমরান

Update Time : ০৫:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

চট্টগ্রাম ব্যুরো : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দলীয় সমর্থকেরা হয়ে উঠছেন অসহিষ্ণু এবং বেপরোয়া। সীতাকুণ্ডে পোস্টার ও ব্যানার ছেঁড়া কিংবা ছেঁড়ানোর মতো অসহিষ্ণু ঘটনা ঘটছে নিয়মিত। সরেজমিন অনুসন্ধানে দৈনিক সূর্যোদয়ের নজরে আসে।

জাতীয় সংসদের চট্টগ্রাম-৪, সীতাকুণ্ড আসন থেকে আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এর জনপ্রিয়তায় প্রতিপক্ষ সম্ভাব্য প্রার্থীদের সমর্থক ও দুষ্কৃতিকারীরা তাঁর পোষ্টার ছিঁড়ে নষ্ট করছে বলে প্রতীয়মান হচ্ছে। বিষয়টি নজরে আসতেই এ নিয়ে এলাকায় চলছে মিশ্র প্রতিক্রিয়া ও ঘটনার প্রতিবাদে সরব হয়ে উঠেছে লায়ন মোহাম্মদ ইমরান সমর্থকরা। সাধারণ মানুষের অভিযোগ একই দলের সম্ভাব্য অন্য প্রার্থীদের বিরুদ্ধে। একই দলের মধ্যকার এমন ঘটনা সরকার ও দলের বিগত ১৫ বছরের অর্জনকে ম্লান করে দিতে পারে। এ নিয়ে সীতাকুÐ থানায় ডায়েরী করার ঘটনাও ঘটেছে।

এ ব্যাপারে কথা বলতে গেলে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান বলেন, যাঁরা পোষ্টার ছিঁড়ছেন তাঁরা এলাকার মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে বঞ্চিত করছে এবং অন্যদিকে আবার পোষ্টার ছিঁড়ে মনোনয়ন পেতে চাইছেন। যাহা নিন্দনীয়! আমি সংসদ সদস্য প্রার্থী হতে চাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন: ২০৪১ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশের রূপরেখায় অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে সীতাকুণ্ডকে সুন্দরভাবে সাজাতে। পোস্টার, ব্যানার ছেঁড়াছিঁড়ি স্মার্ট বাংলাদেশের ভিত্তিমূল নষ্ট করা ছাড়া কিছু নয়। তিনি বলেন, এখন সময় জনগণের ভাগ্যের আরো পরিবর্তনে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কাজগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরবার। ভালো কাজ এবং সত্য-সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগের ভাবমূর্তি হননকারী যাবতীয় গুজব, বিরুদ্ধাচরণ ও অপকর্মগুলো রুখে দিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।