Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

৫ ডিগ্রিতে পঞ্চগড়ের তাপমাত্রা, বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ।

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • 37

পঞ্চগড় প্রতিনিধি: উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। বিরাজ করছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রাও। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে দেখা মিলেছে রোদেরও। ২৮ জানুয়ারি রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গত ৫ বছরের রেকর্ডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এদিন দ্রুতই ঝলমলে রোদের দেখা মিলেছে।

গতকাল শনিবার সকাল ৯টায় এখানে তাপমাত্রা ছিলো ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ছিলো মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিসের তথ্যমতে, তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। এদিকে, সুর্যের মুখ দেখা গেলেও মিলছে না রোদের উষ্ণতা। বিকেল গড়ালে শুরু হয় হিমেল হাওয়া। সে হাওয়ায় প্রবাহিত হতে থাকে কনকনে শীত। মধ্যরাত থেকে ভোর অবধি ঘন কুয়াশাচ্ছাদিত থাকে পুরো জেলা। বৃষ্টির মতো ঝরে কুয়াশা, সঙ্গে হিমেল বাতাস। দিনের চেয়ে রাতে শীতের তীব্রতা বেশি মনে হয়। হাঁড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। যানবাহনগুলোকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, গত ৫ বছরের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিলো ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবার সেই রেকর্ড ভেঙে ৫ ডিগ্রিতে নেমেছে।

Tag :

রাষ্ট্রপতির বাসভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা

৫ ডিগ্রিতে পঞ্চগড়ের তাপমাত্রা, বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ।

Update Time : ১১:৫০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

পঞ্চগড় প্রতিনিধি: উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। বিরাজ করছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রাও। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে দেখা মিলেছে রোদেরও। ২৮ জানুয়ারি রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গত ৫ বছরের রেকর্ডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এদিন দ্রুতই ঝলমলে রোদের দেখা মিলেছে।

গতকাল শনিবার সকাল ৯টায় এখানে তাপমাত্রা ছিলো ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ছিলো মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিসের তথ্যমতে, তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। এদিকে, সুর্যের মুখ দেখা গেলেও মিলছে না রোদের উষ্ণতা। বিকেল গড়ালে শুরু হয় হিমেল হাওয়া। সে হাওয়ায় প্রবাহিত হতে থাকে কনকনে শীত। মধ্যরাত থেকে ভোর অবধি ঘন কুয়াশাচ্ছাদিত থাকে পুরো জেলা। বৃষ্টির মতো ঝরে কুয়াশা, সঙ্গে হিমেল বাতাস। দিনের চেয়ে রাতে শীতের তীব্রতা বেশি মনে হয়। হাঁড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। যানবাহনগুলোকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, গত ৫ বছরের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিলো ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবার সেই রেকর্ড ভেঙে ৫ ডিগ্রিতে নেমেছে।