০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জিতল বাংলাদেশ, জয়ের আনন্দ ছড়িয়ে পড়লো মাঠে

  • আপডেট: ০৩:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • 19

ক্রীড়া ডেস্ক : অনেকেই ভেবেছিলেন প্রথম সেশনেই হয়তো টেস্ট জিতে নেবে বাংলাদেশ। সেটা আর হয়নি। পঞ্চম দিনে ৪ উইকেট পেতে প্রায় ৬০ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে। শেষ পর্যন্ত আইরিশরা গুটিয়ে গেছে ১১৩.৩ ওভারে ২৯১ রান করে। চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও আয়ারল্যান্ড হেরে গেছে ২১৭ রানে। মিরপুরে চতুর্থ ইনিংসে বল খেলার রেকর্ড গড়া কার্টিস ক্যাম্ফার ৭১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম। শেষটা করেছেন হাসান মুরাদ। ক্যাম্ফার ও হোয়ের ইনিংস সর্বোচ্চ ৫৪ রানের জুটি ভাঙেন তিনি। ৩৭ রান করে আউট হন হোয়ে। এরপরের বলেই তিনি বোল্ড করে দেন হামফ্রিসকে। তাতে মুশফিকের শততম টেস্টে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
বাংলাদেশ: ৪৭৬ ও ৬৯ ওভারে ২৯৭/৪ ডি. (মুমিনুল ৮৭, সাদমান ৭৮, মাহমুদুল ৬০, মুশফিক ৫৩*; হোয়ে ২/৮৪)।
আয়ারল্যান্ড: ২৬৫ ও ২৯১ (ক্যাম্ফার ৭১*, টেক্টর ৫০, হোয়ে ৩৭; মুরাদ ৪/৪৪, তাইজুল ৪/১০৪)। ফল: বাংলাদেশ ২১৭ রানে জয়ী। সিরিজ: বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী

দাঁতমারায় রাজনৈতিক দলবদলে বিতর্ক: মাদক ব্যবসায়ীরা এখন বিএনপির নেতা!

জিতল বাংলাদেশ, জয়ের আনন্দ ছড়িয়ে পড়লো মাঠে

আপডেট: ০৩:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক : অনেকেই ভেবেছিলেন প্রথম সেশনেই হয়তো টেস্ট জিতে নেবে বাংলাদেশ। সেটা আর হয়নি। পঞ্চম দিনে ৪ উইকেট পেতে প্রায় ৬০ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে। শেষ পর্যন্ত আইরিশরা গুটিয়ে গেছে ১১৩.৩ ওভারে ২৯১ রান করে। চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও আয়ারল্যান্ড হেরে গেছে ২১৭ রানে। মিরপুরে চতুর্থ ইনিংসে বল খেলার রেকর্ড গড়া কার্টিস ক্যাম্ফার ৭১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম। শেষটা করেছেন হাসান মুরাদ। ক্যাম্ফার ও হোয়ের ইনিংস সর্বোচ্চ ৫৪ রানের জুটি ভাঙেন তিনি। ৩৭ রান করে আউট হন হোয়ে। এরপরের বলেই তিনি বোল্ড করে দেন হামফ্রিসকে। তাতে মুশফিকের শততম টেস্টে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
বাংলাদেশ: ৪৭৬ ও ৬৯ ওভারে ২৯৭/৪ ডি. (মুমিনুল ৮৭, সাদমান ৭৮, মাহমুদুল ৬০, মুশফিক ৫৩*; হোয়ে ২/৮৪)।
আয়ারল্যান্ড: ২৬৫ ও ২৯১ (ক্যাম্ফার ৭১*, টেক্টর ৫০, হোয়ে ৩৭; মুরাদ ৪/৪৪, তাইজুল ৪/১০৪)। ফল: বাংলাদেশ ২১৭ রানে জয়ী। সিরিজ: বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী