Dhaka ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের পবিত্র ঈদুল আজহা উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০১:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
  • 63

কুয়েত প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মতো কুয়েতে ঈদুল আজহা পালন করছেন প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশি। গতকাল ১৬ জুন রোববার দেশটির বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া অঞ্চলের বড় মসজিদে প্রায় পঁয়ত্রিশ হাজার প্রবাসীরা স্থানীয় সময় সকাল ৫টা ৫ মিনিটে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। কুয়েতে সর্ববৃহৎ ঈদের জামাত দেশটির জাতীয় মসজিদ ‘মসজিদ আল কাবিরে’ অনুষ্ঠিত হয়েছে। কুয়েতের ‘ইসলামিক প্রতিষ্ঠান’ আওকাফ কর্তৃক পরিচালিত ৩ হাজারেরও অধিক মসজিদের মধ্যে প্রায় ২০টি মসজিদে ঈদের জামাতে বাংলায় খুৎবা পাঠ করা হয়। যথাক্রমে সালেহ আল ফুদালা, উমর বিন খাত্তাব, জুলাইব ফালাহ আল মুতাইরি, সালেহ আল ফাদালা, আব্দুল্লাহ বিন ওমর বিন্ আস্, ত্বার্মী, আতিকী, নাদি আল ফুরুসিয়া, ওসমান বিন্ আফফান, আব্দুল ওহাব সালেহ আল নামাশ, ফয়সাল মাতরুক আল এনায়জীসহ অন্যান্য মসজিদে বাংলায় খুৎবা পাঠ করা হয়।

Tag :

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়েছে সরকার

কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের পবিত্র ঈদুল আজহা উদযাপন

Update Time : ০১:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪

কুয়েত প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মতো কুয়েতে ঈদুল আজহা পালন করছেন প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশি। গতকাল ১৬ জুন রোববার দেশটির বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া অঞ্চলের বড় মসজিদে প্রায় পঁয়ত্রিশ হাজার প্রবাসীরা স্থানীয় সময় সকাল ৫টা ৫ মিনিটে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। কুয়েতে সর্ববৃহৎ ঈদের জামাত দেশটির জাতীয় মসজিদ ‘মসজিদ আল কাবিরে’ অনুষ্ঠিত হয়েছে। কুয়েতের ‘ইসলামিক প্রতিষ্ঠান’ আওকাফ কর্তৃক পরিচালিত ৩ হাজারেরও অধিক মসজিদের মধ্যে প্রায় ২০টি মসজিদে ঈদের জামাতে বাংলায় খুৎবা পাঠ করা হয়। যথাক্রমে সালেহ আল ফুদালা, উমর বিন খাত্তাব, জুলাইব ফালাহ আল মুতাইরি, সালেহ আল ফাদালা, আব্দুল্লাহ বিন ওমর বিন্ আস্, ত্বার্মী, আতিকী, নাদি আল ফুরুসিয়া, ওসমান বিন্ আফফান, আব্দুল ওহাব সালেহ আল নামাশ, ফয়সাল মাতরুক আল এনায়জীসহ অন্যান্য মসজিদে বাংলায় খুৎবা পাঠ করা হয়।